রিজার্ভের পরিমাণ এখন ২৩.২৬ বিলিয়ন ডলার

জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব মতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার বা দুই হাজার ৩২৬ কোটি মার্কিন ডলার। রিজার্ভ থেকে গঠন করা বিভিন্ন তহবিলসহ বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৫৩ কোটি মার্কিন ডলার।

বৃহস্পতিবার (১০ জুলাই) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশকে দেওয়া আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত রয়েছে বিপিএম-৬ ফর্মুলায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনা। এটি জুলাই থেকে থেকে প্রকাশ করার কথা ছিল। সেই শর্তের আলোকে গত জুলাই মাস থেকে বাংলাদেশ ব্যাংক এ হিসাব প্রকাশ করছে।

এরই মধ্যে আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি বাংলাদেশ পেয়েছে।

এর আগে গত জুন মাসে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব গণনা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।

এ সময়ে মধ্যে আমদানি ব্যয়সহ বিভিন্ন ব্যয় মেটানোর পর আইএমএফ হিসাবে বৈদেশিক মুদ্রার কমে ২ হাজার ৩২৬ কোটি মার্কিন ডলারে নামে এবং রিজার্ভ থেকে গঠন করা বিভিন্ন তহবিলসহ বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ নামে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল রেটিংয়ে শীর্ষে ৭ ব্যাংক