আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয় সপ্তাহের মতো বিদেশ থেকে আসা বিনিয়োগের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়েছে। এতে এক বছরের বেশি সময় পর ভারতের রিজার্ভ ৬০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
শনিবার (২২ জুলাই) ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) তথ্যের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, টানা তৃতীয় সপ্তাহ বেড়েছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ । এতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৯ দশমিক ২ বিলিয়ন ডলার। যা প্রায় ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
বর্তমানে ভারতের কাছে যে পরিমাণে রিজার্ভ রয়েছে, তা দিয়ে আগামী ১১ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলেও জানিয়েছে রয়টার্স।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৪ জুলাই পর্যন্ত আরবিআইর বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাব করা হয়েছে ৬০৯ বিলিয়ন ডলার। আরবিআইয়ের তথ্যে দেখা গেছে, গত এক সপ্তাহে ভারতের রিজার্ভ বেড়েছে ১২ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এটি গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।
এদিকে ভারতের কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড কেনার পরিমাণ বাড়িয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে অন্যান্য কয়েকটি মুদ্রার দামও বেড়েছে। ভারতের মোট রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পেছনে এসব কারণও কাজ করেছে।
আরবিআইয়ের কাছে থাকা বৈদেশিক মুদ্রার দুই-তৃতীয়াংশের বেশি মার্কিন ডলার রয়েছে। বাকি অর্থ রয়েছে ইউরো, ইয়েন, পাউন্ড ও চীনা মুদ্রা ইউয়ানে।
ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের তথ্যে দেখা গেছে, বিদেশি বিনিয়োগকারীরা গত তিন মাসে ভারতীয় বিভিন্ন কোম্পানির ইক্যুইটি কিনতে প্রায় ১৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক এসব বিদেশি মুদ্রা বাজার থেকে কিনে নিতে পেরেছে, যা শেষ পর্যন্ত দেশটির রিজার্ভ বাড়িয়েছে।
এর আগে প্রথমবারের মতো ভারতের রিজার্ভ ৬০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল ২০২১ সালের জুনে। সে বছর রেকর্ড পরিমাণে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসে দেশটিতে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।