জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। মঙ্গলবার এক ভিডিও বার্তায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৪.৩ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম-৬ গণনা পদ্ধতি অনুসারে, এটি প্রায় ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পরিমাপ অনুযায়ী রিজার্ভ গণনা করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করে প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ণয় করা হয়।
আইএমএফের ঋণ অনুমোদনের পর জুলাই ২০২৩ থেকে রিজার্ভের তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
রিজার্ভের পরিমাণ ক্রমবর্ধমান বলে উল্লেখ করে মুখপাত্র শিখা বলেন, ‘প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি রোধ করা সম্ভব হচ্ছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয় ৬০ শতাংশ বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই এবং আগস্ট মাসের প্রবৃদ্ধি একত্রিত করলে দেখা যাচ্ছে যে প্রায় ৯০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেন সক্রিয় করা হয়েছে। ব্যাংকগুলো চাইলে নিজেদের মধ্যে লেনদেন করতে পারবে এবং বিনিময় হার বাজার ভিত্তিক হবে’
‘বর্তমানে ডলারের দাম ১১৮-১২০ টাকা। ব্যাংকিং চ্যানেল এবং খোলা বাজারে ডলারের দামের পার্থক্য এখন ১ শতাংশেরও কম,’ তিনি বলেন।
শিখা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, সক্রিয় আন্তঃব্যাংক লেনদেনের ফলে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের বাজার বা ডলারের দাম স্থিতিশীল হবে।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel