পদত্যাগ নিয়ে কেন অনুশোচনা নেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর?

জেসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বলেছেন, পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুতাপ বা অনুশোচনা নেই।

জেসিন্ডা

পদত্যাগের ঘোষণা দেওয়ার একদিন পর জেসিন্ডা জানিয়েছেন, এই ঘোষণার পর তিনি কষ্ট পেয়েছেন। তবে তার এই সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই।

যদিও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার আকস্মিক পদত্যাগের ঘোষণায় তার সমর্থকরা রীতিমতো হতভম্ব হয়ে গেছেন।

শুক্রবারের ভাষণে জেসিন্ডা বলেছেন, অনেক দিন পর তার ঠিক মতো ঘুম হয়েছে।

বৃহস্পতিবার জেসিন্ডা বলেছিলেন, পরিবার ও সন্তানকে আরও বেশি সময় দিতেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: বিবিসি

আফগানিস্তানে শৈত্যপ্রবাহে ৭০ জনের মৃত্যু