Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বলেছেন, পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুতাপ বা অনুশোচনা নেই।
পদত্যাগের ঘোষণা দেওয়ার একদিন পর জেসিন্ডা জানিয়েছেন, এই ঘোষণার পর তিনি কষ্ট পেয়েছেন। তবে তার এই সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই।
যদিও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার আকস্মিক পদত্যাগের ঘোষণায় তার সমর্থকরা রীতিমতো হতভম্ব হয়ে গেছেন।
শুক্রবারের ভাষণে জেসিন্ডা বলেছেন, অনেক দিন পর তার ঠিক মতো ঘুম হয়েছে।
বৃহস্পতিবার জেসিন্ডা বলেছিলেন, পরিবার ও সন্তানকে আরও বেশি সময় দিতেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।