আন্তর্জাতিক ডেস্ক : সাইবার জালিয়াতির ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন বোম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রমেশ দেবকিনন্দন ধানুকা। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। কোলাবা পুলিশের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন।
জানা গেছে, প্যান কার্ডের তথ্য আপলোড করার নামে একটি মেসেজ আসে অবসরপ্রাপ্ত বিচারপতির ফোনে। এরপর মেসেজে পাঠানো একটি লিঙ্ক খুলে প্যান কার্ডের যাবতীয় তথ্য আপডেট করতে গিয়ে তিনি জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪৯,৯৯৮ টাকা কেটে নেওয়া হয়েছে।
ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। সাইবার প্রতারককে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, গত ১৮ ডিসেম্বর অভিযোগ জানান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি।
পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছিলেন, গত ২৭ নভেম্বর বিকেলে তিনি বাড়িতে ছিলেন। তখন তাঁর মোবাইল ফোনে একটি মেসেজ আসে। তাতে লেখা ছিল, ‘প্রিয় গ্রাহক আপনার এসবিআই ইয়োনো অ্যাকাউন্ট আজ নিষ্ক্রিয় হয়ে যাবে। অনুগ্রহ করে আপনার প্যান কার্ড আপডেট করুন।’
মেসেজে আসা লিঙ্কে ক্লিক করে প্যান কার্ডের যাবতীয় তথ্য আপডেট জমা দেন। এরপর ব্যাংকের তরফে অবসরপ্রাপ্ত বিচারপতিকে ফোন করা হয়। ফোনে অবসরপ্রাপ্ত বিচারপতিকে জিজ্ঞেস করা হয় তিনি কোনও লেনদেন করেছেন কি না। অবসরপ্রাপ্ত বিচারপতি জানিয়ে দেন, কোনও ধরনের লেনদেন তিনি করেননি। তখন ব্যাঙ্কের তরফে জানানো হয় তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। তখন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তখন সাইবার হেল্পলাইন ১৯৩০–এ ফোন করে অভিযোগ জানান।
এছাড়া কোলাবা থানায় একটি লিখিত অভিযোগও জমা দেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে। এছাড়া আইটি আইনের ধারাও যোগ করেছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।