‘ডিজিটাল ডিটক্স’ নিতে সাহায্য করবে রেট্রো বারবি ফোন

বার্বি’র নকশা

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মার্কিন খেলনা কোম্পানি ম্যাটেল-এর তৈরি জনপ্রিয় পুতুল বার্বি’র নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে নতুন এক মোবাইল ফোন।

বার্বি’র নকশা

আর ব্যবহারকারীদের ডিজিটাল ডিটক্স দেওয়ার জন্য এটি নকশা করেছে ফোন নির্মাতা কোম্পানি হিউম্যান মোবাইল ডিভাইসেস (এইচএমডি)।

ডিজিটাল ডিটক্সের অর্থ হল স্মার্টফোন, কম্পিউটার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বিতর থাকা। অর্থাৎ প্রযুক্তির ছড়ানো জাল থেকে মনকে বিশ্রাম দেওয়া।

এইচএমডি বার্বি ফোনের বিক্রি শুরু হয়েছে মূলত কল ও টেক্সট ফিচারের ওপর জোর দিয়ে। আর সঙ্গে রয়েছে ডিজিটাল ওয়েলবিয়িং টিপস, কভার ও ক্যামেরা। তবে, ফোনটিতে কোনো সোশাল মিডিয়া ব্যবহার করা যাবে না। ফোনটির দাম ধরা হয়েছে ৯৯ পাউন্ড বা ১৩১ ডলার।

ফ্লিপ ফোনটি ম্যাটেল-এর সঙ্গে অংশীদারিত্বে নকশা করা হয়েছে। পাশাপাশি, ফোনটি পুরোপুরি কাস্টমাইজ করার জন্য ব্যবহারকারীরা এর সঙ্গে ক্রিস্টাল বা স্ফটিক ও স্টিকার পাবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এইচএমডি বলেছে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ৯০ দশকের শেষ বা সহস্রাব্দের শুরুর দিকের মৌলিক ফিচারওয়ালা বা বাটন ফোন ব্যবহার করে অনেক অল্পবয়সী ব্যবহারকারী স্মার্টফোন থেকে ‘ডিজিটাল ডিটক্স’ নেওয়ায় আগ্রহী।

“আমাদের দ্রুতগতির ডিজিটাল বিশ্বে প্রায়ই মনে হতে পারে অনলাইন গুঞ্জন কখনোই থামবে না।” – বলেছেন এইচএমডি’র প্রধান বিপণন কর্মকর্তা লার্স সিলবারবাউয়ার।

“ফোনটি কিছু সময়ের জন্য আপনাকে স্মার্টফোন থেকে দূরে থাকতে উৎসাহিত করবে, যখন আপনি ব্রাউজিং কমিয়ে আনন্দ বাড়াতে চান।”

“বার্বি তো বরাবরই জনপ্রিয়। আর ফিচার ফোনগুলো ক্রমাগত শক্তিশালী হচ্ছে। আমরা দুটি চমৎকার জিনিস একসঙ্গে আনছি।”

“ম্যাটেলে নকশা ও উদ্ভাবনের প্রতি অটুট প্রতিশ্রুতি রয়েছে, আর নতুন ফোনটি তারই দুর্দান্ত উদাহরণ। মানুষ কীভাবে স্ক্রিনের সময় কমাতে চায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেবে এটি।” – বলেন ম্যাটেলের ইউরোপ অঞ্চলের লাইসেন্সিং প্রধান রুথ হেনরিকজ।

এ খাতের বিশেষজ্ঞ ও সিসিএস ইনসাইটসের প্রধান বেন উড বলেছেন যে ডিজিটাল ডিটক্সের ধারণাটি জনপ্রিয় হয়ে উঠলেও ব্যবহারকারীদের ছোট একটি অংশই এর সঙ্গে আছেন।

“বার্বি ফোনটি মজাদার নকশার সঙ্গে বর্তমানের ডিজিটাল ডিটক্স প্রবণতার পালে হাওয়া লাগিয়ে বিষয়টি ব্যাপক আকর্ষণীয় করতে পারে।” – বলেন উড।

লঞ্চ করল HMD-এর Barbie flip ফোন, জেনে নিন বিশেষত্ব

“কেউ কেউ মনে করতে পারেন এমন ফোনের গুরুত্ব নেই। তবে, সিসিএস ইনসাইট অনুমান করছে, এ বছর যুক্তরাজ্যে চার লাখেরও বেশি বিক্রি হবে এ ফোন। এইচএমডির মতো কোম্পানির জন্য এটি একটি বড় সংখ্যা।”