আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা শুরুর পর থেকেই আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনের অন্যতম রুট লোহিত সাগরে মূর্তিমান আতঙ্কের নাম- হুতি। ইরান সমর্থিত ইয়েমেনের এই সশন্ত্র বাহিনীর দাপটে রীতিমতো খাবি খাচ্ছে পশ্চিমাদের পরাক্রমশালী অত্যাধুনিক নৌবাহিনীও। পাল্টা হামলাকে পাত্তা দেয়া তো দূরের কথা, প্রতিদিনই আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন হুতি যোদ্ধারা।
হুতিদের ঠেকাতে আমেরিকার নেতৃত্বে যৌথবাহিনী গঠন করে, কোন ফল পাওয়া যাচ্ছে না। উল্টো লোহিত সাগর থেকে আরব ও ভূমধ্যসাগরেও বিস্তৃত হয়েছে হুতিদের তাণ্ডব। এরিমধ্যে তাদের মিসাইল আর ড্রোনে সলিল সমাধি ঘটেছে বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজ। হামলায় ক্ষতিগ্রস্ত আরও শতাধিক জাহাজ। সেসাথে ফিল্মি কায়দায় ইসরাইলি মালিকাধীন জাহাজ ছিনতাই করেও বিশ্বকে অবাক করেছে হুতি।
ইসরাইল সংশ্লিষ্ট যে কোন জাহাজে হামলার জন্য অভিনব সব কৌশল অবলম্বন করছে হুতি যোদ্ধারা। এসব কৌশলকে কিছুতেই প্রতিরোধ করতে পারছে না পশ্চিমারা। সম্প্রতি দূর নিয়ন্ত্রিত বিশেষ ধরনের জলযান দিয়ে জাহাজে হামলা করা হচ্ছে। এতে আতঙ্ক আরও বেড়েছে লোহিত সাগরে। দুই দিন আগেই তুফান-১ নামে এমনই এক মানু্ষ্যবিহনী দূরনিয়ন্ত্রিত জলযানের ভিডিও প্রকাশ্যে আনে হুতি বাহিনী।
এই ভিডিও প্রকাশের দু’দিন পরই প্রাইভেট সিকিউরিটি ফার্ম অ্যামব্রের বরাত দিয়ে ইউরো নিউজ জানিয়েছে যে, রোববার লাইবেরিয়া-পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে হামলা করেছে হুতিরা। এতে জাহাজটি বেশ ক্ষিগ্রস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগের দিন, শনিবারও লোহিত সাগরে বেশ কয়েকটি হামলার দাবি করেছে ইয়েমেনের এই গোষ্ঠিটি। তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় মার্কিন রণতরী আইজেনহাওয়ার।
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ওই অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলাটির উদ্দেশ্য সফলভাবে অর্জিত হয়েছে বলেও দাবি তার। তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দাবিটি মিথ্যা এবং হুতিদের ছড়ানো গুজব।
লোহিত সাগরে মোতায়েনের আট মাসের বেশি সময় পর, যুক্তরাষ্ট্র রণতরী আইজেনহাওয়ারকে দেশে ফেরার নির্দেশ দেওয়ার পরপরই এ দাবি তোলা হয়েছে। যদিও এর বদলে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে আরেকটি বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্টকে পাঠানো হচ্ছে। হুতি সূত্রের দাবি, মিসাইলের হামলায় ক্ষতিগ্রস্ত আইজেনহাওয়ারকে মেরামত জন্যই দেশে ফিরিয়ে আনছে আমেরিকা।
আইজেনহাওয়ারকে দেশে ফেরত আসতে বলা এবং হুতিদের দাবি একই দিনে আসায়, এই রণতরীটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ইউএস সেন্ট্রাল কমান্ড এ বিবৃতে বলেছে, গত আট মাসে আইজেনহাওয়ার প্রায় ৩০ হাজার ঘন্টার বেশি সময় ধরে চলাচল করে ৫৫ হাজার মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছে, যা লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় দুর্দান্ত কার্যকারিতা দেখিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।