হারানো কুকুর খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করে পোস্টারিং

জুমবাংলা ডেস্ক : রাজধানীর মহাখালী থেকে হারিয়ে যাওয়া একটি কুকুর খুঁজে দিতে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

কুকুরটি খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টারিংও করা হয়েছে। জানা গেছে এই কুকুরের মালিক ধানমন্ডি এলাকার নাগরিক প্রাণিপ্রেমি নোনা আহমেদ। এই নারী রাস্তাঘাটে আহত প্রাণিদের উদ্ধার করে এনে নিজ বাসায় চিকিৎসা ও রক্ষণাবেক্ষণ করে থাকেন।

হারিয়ে যাওয়া কুকুরটির নাম ব্লাকি। কালো রঙের এই কুকুরটিকে ব্লাকি নামে ডাক দিলে সাড়া দেয়। পোস্টারে এই বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, কুকুরটি খুঁজে পেতে সহযোগিতাকারীকে ৫ হাজার টাকা পুরস্কৃত করা হবে।

কোথাও কুকুরটিকে দেখা গেলে ০১৭৬৬৬৮২০৬৯ ও ০১৯৭০৩৫৩৫০২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।