আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গলের ধারে একটি উঁচু পাথরের উপর বসে গিটার হাতে গান গাইছিলেন এক তরুণ। হঠাৎ সেই সুরের আকর্ষণে জঙ্গল থেকে বেরিয়ে এল দু’টি গন্ডার। দুলতে দুলতে তারা এগিয়ে এল সোজা তরুণের দিকে। এর মধ্যে একটি গন্ডার আবার পাথর পার হয়ে তরুণের একেবারে কাছাকাছি চলে আসে।
তরুণ কিন্তু একটুও ভয় পাননি। বরং গাইতেই থাকলেন নিজের মনের আনন্দে। সম্প্রতি এমনই একটি দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে (তবে ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি)।
ইনস্টাগ্রামে ‘PlumsOfficial’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, তরুণটি জঙ্গলের ধারে বসে গিটার বাজিয়ে গান করছেন, আর সেই আওয়াজ শুনেই দুটি গন্ডার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে।
গন্ডার দু’টি একেবারে কাছাকাছি চলে এলেও তরুণ একটুও ঘাবড়ে যাননি। বরং শান্তভাবে গাইতে থাকলেন। এক পর্যায়ে একটি গন্ডার তরুণের আরো কাছে চলে আসে এবং মনোযোগ দিয়ে তার গান শুনতে থাকে।
ঘটনাটি ঠিক কখন ও কোথায় ঘটেছে, তা জানা না গেলেও ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন মন্তব্য করেছেন, “দুই একশৃঙ্গকেই দেখছি গান খুব পছন্দ!”
এই ভিডিও প্রমাণ করে, প্রকৃতির সঙ্গে সুরের এক গভীর বন্ধন রয়েছে — ভালোবাসা ভাষা ছাড়াও প্রকাশ পেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।