লাইফস্টাইল ডেস্ক : বাসনপত্র পুরনো হয়ে গেলে তার জেল্লা অনেকটা কমে আসে। কিন্তু সঠিক ভাবে তা পরিষ্কারের পদ্ধতি যদি জানা থাকে তাহলে তা ঝকঝকে হয়ে ওঠে নতুনের মত। বাড়ির পুরনো প্রেশার কুকার হোক বা রাইস কুকার এগুলো বেশি কালচে হয়ে যায়। এগুলোকে সপ্তাহে একবার করে এই টিপস ব্যবহার করে পরিষ্কার করুন। বিশ্বাস করবেন না মনে হবে নতুন কিনে আনলেন। এত ভালো পরিষ্কার হয় সামান্য এই ঘরোয়া টিপসে।
১. পুরনো প্রেশার কুকার বা রাইস কুকার পরিষ্কার করার প্রথম পদ্ধতি :
এই পদ্ধতি অনেকের জানা আছে আবার অনেকের নেই। যারা জানেন না তাদের জন্য খুবই জরুরি। সপ্তাহে একবার করে করলেই আপনার পুরনো বাসনপত্র বিশেষ করে, প্রেশার কুকার ও রাইস কুকার দেখাবে নতুনের মত।
কি কি লাগবে :
* পিতম্বরি পাউডার ২ চামচ
* হাফ পাতিলেবুর রস
* হাতে পরার গ্লাফস
* সামান্য জল
* একটা চামচ
* স্কচ বাইট
কি ভাবে করবেন :
একটি পাত্রে পিতম্বরি পাউডার নিন ২ চামচ মত। তাতে সামান্য জল মিশিয়ে লিকুইড মত বানিয়ে নিন। এবার চামচ দিয়ে প্রেশার কুকার বা রাইস কুকারের ভিতরে ঢালুন। গ্লাফস পরা হাত দিয়ে ভিতরে বাইরে ভালো করে মাখিয়ে নিন। তারপর লেবুর খোসা সহ এতে ঘষতে থাকুন। ভিতরে বাইরে উভয় অংশেই ভালো করে ঘসবেন। ১৫ মিনিটের জন্য এই ভাবে রেখে দিন।
পনেরো মিনিট হয়ে গেলে স্কচ বাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে দু মিনিট পরিষ্কার করুন। তারপর জল দিয়ে ধুয়ে নিন। অবাক হয়ে যাবেন আপনি এর চমক দেখেই। এত ক্লিন আর ঝকঝকে দেখাবে যে নিজের বিশ্বাস হবে না।
২. পুরনো প্রেশার কুকার বা রাইস কুকার পরিষ্কার করার দ্বিতীয় পদ্ধতি :
এই পদ্ধতি ট্রাই করুন যদি পিতম্বরি পাউডার না থাকে হাতের কাছে তাহলে। ঘরে ইনো সকলের কাছে থাকে। ইনো ব্যবহার করে শুধু পেটের গ্যাস না প্রেশার কুকারের বিচ্ছিরি দাগও দূর করা যায়।
কি কি লাগবে :
* ইনো ৩ চা চামচ
* সামান্য গরম জল
* অর্ধেক পাতিলেবুর রস
* স্কচ বাইট
সুন্দরবনে অবমুক্ত করা হলো স্যাটেলাইট স্থাপন করা বিলুপ্ত প্রজাতির কচ্ছপ
কি ভাবে করবেন :
বাটিতে ৩ চা চামচ ইনো নিন। তাতে সামান্য গরমজল ওই দু চামচ মত মেশান। আর সাথে মেশান পাতিলেবুর রস। একটা মিশ্রণ তৈরি হবে। এবার পাতিলেবুর খোসা দিয়ে এই মিশ্রণ প্রেশার কুকার বা রাইস কুকারের সারা গায়ে, ভিতরে লাগান। ভালো ভাবে লাগানো হয়ে গেলে ৩০ মিনিটের জন্য এভাবে রেখে দিন। তারপর স্কচ বাইট দিয়ে পরিষ্কার করুন ঘষে ঘষে। স্কচ বাইট দিয়ে ঘষলেই দেখতে পাবেন এর ময়লা ভাব গায়েব হয়ে গিয়ে আসল রঙ ফুটে বেরিয়েছে। ভালো করে তারপর জল দিয়ে ধুয়ে নিন। নতুনের মত চকচক করবে আপনার পুরনো প্রেশার কুকার বা রাইস কুকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।