পাইকারি বাজারে চালের দাম কেজি প্রতি ৫ টাকা কমেছে

চালের দাম কমতে শুরু করেছে

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাই ও পাহাড়তলীতে ১০ দিনের ব্যবধানে চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা কমেছে। সব ধরনের চালে ৫০ কেজি বস্তার দাম ২০০ থেকে ৩০০ টাকা কমে বিক্রি হচ্ছে।

চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম এবং বড় দুই পাইকারি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
চালের দাম কমতে শুরু করেছে
চাল ব্যবসায়ী নেতা ওমর আজম বুধবার (১৫ ‍জুন) দুপুরে বাসস’কে বলেন, মূলত কয়েকটি কারণে চালের বাজারে প্রভাব পড়েছে। চালের দাম বৃদ্ধির প্রেক্ষিত বিবেচনা করে সরকার চাল আমদানির ঘোষণা দিয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের এ ঘোষণার পর উত্তরবঙ্গের মোকাম মালিকরা আরো মূল্যবৃদ্ধির অপেক্ষায় মজুদ করে রাখা চাল ছাড়তে শুরু করেছে। ১০ দিন আগের তুলনায় ধানের দাম কমে গেছে। সাধারণত ধানের দাম কমলে চালের মূল্যেও তার প্রভাব পড়ে। এছাড়া, গত কয়েক বছর যাবত বড় কয়েকটা ব্যবসায়ী গ্রুপ চালের ব্যবসায় নেমেছে। তারা প্রতিবছর সুযোগ বুঝে চাল ক্রয় শুরু করে এবং মজুদ করে রাখে। পরে বাজারে সংকট সৃষ্টির মাধ্যমে ধীরে ধীরে দাম বাড়িয়ে বিক্রি করে। এবার আগেভাগে সরকার এসব ব্যবসায়ী গ্রুপকে সিন্ডিকেট বাণিজ্য না করার জন্য হুঁশিয়ার করে দিয়েছে।

ওমর আজম আরো জানান, সপ্তাহ-দশ দিন আগে ২৮ আতপ বিক্রি হয়েছিল (৫০ কেজির বস্তা) ২৬০০ টাকা। আজ বিক্রি হচ্ছে ২৪০০ টাকা। ২৯ আতপ বিক্রি হয় ২৩০০ টাকা। আজ বিক্রি হচ্ছে ২১০০ টাকা। নাজিরশাইল সিদ্ধ চালের ২৫ কেজির বস্তা বিক্রি হতো ১ হাজার ৫৫০ টাকা। আজ বাজারে এটির দাম ১ হাজার ৪২০ টাকা। ৫০ কেজির মিনিকেট চালের বস্তা বিক্রি হতো ২৯০০ টাকা। এখন বাজারে এক বস্তার মূল্য ২৭০০ টাকা।

তিনি জানান, সরকারের নজরদারি অব্যাহত থাকলে চালের মূল্যবৃদ্ধির আর আশঙ্কা নেই, বরং আরো কমবে।

সূত্র : বাসস

টিসিবির পণ্য বিক্রি পেছাল, যেদিন থেকে শুরু