বিনোদন ডেস্ক : লালনপালন করার দায়িত্ব শুধু নারীদের। তাদের জন্মগত প্রকৃতি এটাই। নারীবাদের বিরোধিতা করে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিচা চাড্ডা। অভিনেত্রী জানিয়েছেন, নোরার এই মন্তব্যের সঙ্গে তিনি একেবারেই সহমত নন।
নারীদের কী করা উচিত বা কী করা উচিত নয়, তা বলে দেওয়াকে সমর্থন করেন না রিচা। অভিনেত্রী বলেছেন, ‘নারীবাদের একটা মজার বিষয় রয়েছে। কিছু মানুষ নারীবাদকে ঘৃণা করবে। পাশাপাশি নারীবাদের প্রতিটি সুবিধাও তারা নেবে। নারীবাদের জন্যই তারা কাজ করতে পারছেন, পছন্দমতো পোশাক পরতে পারছেন, স্বাধীন থাকতে পারছেন। নারীবাদীদের জন্যই তো আজ তারা বাড়ির বাইরে বেরিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছেন।’
রিচা আরও বলছেন, ‘আমি সত্যিই মানি না, নারীদের কী করা উচিত বা অনুচিত— সেগুলো এভাবে বলে দেওয়া যায়! আমি অবাক যে, এগুলো সত্যিই কেউ বলেছেন।’
নোরা নারীবাদ সম্পর্কে বলেছেন, ‘আমি নারীবাদে বিশ্বাস করি না। নারীবাদ সমাজকে সম্পূর্ণ নষ্ট করেছে। বহু পুরুষেরও এর দ্বারা মগজ ধোলাই করা হয়েছে। একজন পুরুষ যদি রক্ষক হিসেবে কাজ করতে পারেন, তা হলে মহিলারা কেন লালনপালনে ভূমিকা গ্রহণ করবেন না!’ এই মন্তব্যের পর সমালোচিত হন নোরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।