বলিউডে এমন তারকা দম্পতি রয়েছেন, যাঁদের সম্পত্তির পরিমাণ আকাশ ছুঁয়েছে। সেই তালিকায় রয়েছেন, বিরাট-অনুষ্কা, রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা-সহ আরও অনেকে। তবে এঁদের মধ্যে কেউই দেশের সবচেয়ে ধনী তারকা দম্পতি নন।
তা হলে সম্পত্তির নিরিখে বলিউডের এক নম্বর তারকা দম্পতি কারা? অন্য অনেক ক্ষেত্রের মতো এই ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরী খান।
ব্যক্তিগত এবং সম্মিলিত সম্পত্তির দিক থেকে অন্য তারকা দম্পতিদের থেকে অনেক এগিয়ে রয়েছেন শাহরুখ-গৌরী। সিনেমায় অভিনয় থেকে শুরু করে নামীদামি সংস্থার বিজ্ঞাপনী মুখ হওয়ার জন্য মোটা টাকা পারিশ্রমিক নেন শাহরুখ। পাশাপাশি, শাহরুখ একাধিক লাভজনক সংস্থার মালিক।
অন্য দিকে, গৌরীর নিজস্ব গৃহসজ্জার সংস্থা রয়েছে। আরও একাধিক সংস্থার সঙ্গেও তিনি যুক্ত। তাই বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে তাঁরও।
সংবাদমাধ্যম ‘জিকিউ’-এর প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ এবং গৌরীর সম্মিলিত মোট সম্পত্তির পরিমাণ ৮,০৯৬ কোটি টাকা।
‘লাইফস্টাইল এশিয়া’র প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম। শাহরুখ অভিনীত শেষ দুই ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।
শাহরুখ এবং গৌরী ‘রেড চিলিজ় এন্টারটেইনমেন্ট’ প্রযোজনা সংস্থার মালিক। রেড চিলিজ় ‘জওয়ান’-সহ শাহরুখের বহু ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত।
গৌরী খান পেশায় এক জন তারকা গৃহসজ্জা শিল্পী (ইন্টেরিয়র ডিজ়াইনার)। নিজস্ব ডিজ়াইন স্টুডিয়োও রয়েছে তাঁর। নামীদামি তারকারা ঘর গোছানোর জন্য গৌরীরই শরণাপন্ন হন। সেখান থেকে বহু টাকা আয় করেন শাহরুখ-পত্নী।
শাহরুখ-গৌরীর অন্যতম গুরুত্বপূর্ণ সম্পত্তি, তাঁদের বিলাসবহুল আবাসন ‘মন্নত’। ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের বাড়ির মূল্য ২০০ কোটি টাকারও বেশি।
বলিউডের সব থেকে ধনী তারকা দম্পতির তালিকায় শাহরুখ-গৌরীর পরেই নাম রয়েছে রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়ার।
‘জিকিউ’-এর প্রতিবেদন অনুযায়ী, যশরাজ ফিল্মসের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর আদিত্য এবং তাঁর অভিনেত্রী স্ত্রী রানির যৌথ সম্পত্তির পরিমাণ ৭,৪০০ কোটি টাকা।
তাঁদের পর তালিকায় রয়েছে অনিল কপূর-কন্যা তথা অভিনেত্রী সোনম এবং সোনমের ব্যবসায়ী স্বামী আনন্দ আহুজার নাম। এই দম্পতির আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪,৯০০ কোটি টাকা।
অন্যান্য বিশিষ্ট বলিউড তারকা দম্পতির মধ্যে অক্ষয় কুমার-টুইঙ্কেল খন্নার আনুমানিক ৩,৫৪২ কোটি এবং অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের আনুমানিক ২,৯৯৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
এঁদের পর তালিকায় রয়েছেন অভিনেতা সইফ আলি খান এবং স্ত্রী করিনা কপূর। ‘জিকিউ’-এর প্রতিবেদন অনুযায়ী, সইফ-করিনার মোট ১,৯৬৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অভিনেত্রী স্ত্রী অনুষ্কার মোট সম্পত্তির পরিমাণ ১,৩০০ কোটি টাকা। খেলার পাশাপাশি পোশাক এবং রেস্তরাঁ সংস্থা থেকেও বহু টাকা আয় বিরাটের। অন্য দিকে, অনুষ্কার নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে।
তালিকার আরও নীচে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের নাম। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১,০০৬ টাকা। তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের মোট সম্পত্তি ৭৪৪ কোটির।
নামী তারকা দম্পতির মধ্যে যাঁদের সম্পত্তির পরিমাণ সব থেকে কম, তাঁরা হলেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। রণলিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৭২০ কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।