বিনোদন ডেস্ক : রিচি সোলায়মান দেশে এসেছিলেন। দীর্ঘদিন দেশে বেড়ালেন, ঘুরলেন; শুটিং করলেন। তারপর চলে গেলেন। ছুটি শেষ। তবে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের জৌলুস শহর দুবাই ঘুরে গেলেন।
রিচি স্বামী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে বসবাস করেন। কিছুদিন আগে পরিবারের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন। সে সময় দেশের বেশ কয়েকটি নাটকেও কাজ করেছেন। কাজ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের নিরীক্ষণধর্মী নাটক ‘মৎস্যকন্যা’য়। মৎস্যকন্যা মূলত সমুদ্র উপকূলে জীবন-জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প।
এ ধরনের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর বলে জানিয়েছিলেন রিচি। পরিবেশের ওপর নানা অত্যাচারে জীববৈচিত্র্যে নানা পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী নারীদের গল্প নিয়েই ছিল নাটকটি। এখনো প্রচার হয়নি।
এসবের মধ্যেই রিচির সময় শেষ হয়ে এলো। ফিরে গেলেন নিজের মার্কিন আবাসনে। যাওয়ার আগে দুবাইয়ে ছুটি কাটান তারা। সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘বুর্জ আল খলিফা দেখার মাধ্যমে আমাদের ছুটি শেষ হলো। আলহামদুলিল্লাহ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।