বিনোদন ডেস্ক : আম্বানীদের বাড়ির অনুষ্ঠান মানেই রাজকীয় ব্যাপার। উপলক্ষ্য যা-ই হোক, উদযাপন হয় ঘটা করে। আর এবার ছিলো নীতা আম্বানী-মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানীর প্রাক্ বিবাহ অনুষ্ঠান। এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে এক জায়গায় মিলনমেলা জমে উঠেছিলো বলিউড এবং দক্ষিণী সিনেমাজগতের।
এই প্রাক্-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন হলিউড পপগায়িকা রিহানা। ‘ডায়মন্ড’ গেয়ে দর্শককে বুঁদ করেছেন এই গায়িকা। কিন্তু, এর মাঝেই রিহানার পোশাক ছিড়ে ঘটল বিপত্তি। খবর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার।
হাতে মাইক, পরনে সবুজ রঙের বডিকন পোশাক, মাথায় গোলাপি টুপি,সামনে পর্দায়। গলায়-কানের ভারি গয়না। মঞ্চে গাইছেন কখনো নাচছেন। মঞ্চে যখন পারফরম্যান্সে ব্যস্ত তিনি ঠিক সেই সময় তাঁর পোশকের হাতের নিচের অংশ গেল ছিঁড়ে। যদিও তাতে রিহানার আত্মবিশ্বাসে ভাটা পড়েনি। ওই পোশাকেই নীতা আম্বানীর সঙ্গে দিব্যি পা মেলান তিনি।
শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ খারিজ, দিতে পারবেন না ভোট
তবে এর মাঝেই আরও একটা ভুল করে বসেন রিহানা। অনন্তের হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল নাম বলে বসেন তিনি। অন্যদিকে, জাহ্নবী কাপূরের সঙ্গে তারই ছবির ‘জিংগাত’ গানে পা মেলান রিহানা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।