রিকশাচালক জমি দিলেন কলেজ স্থাপনে

কলেজ স্থাপনের

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে কলেজ স্থাপনের জন্য ১০০ শতাংশ জমি দিয়েছেন ছৈয়দ আহম্মদ নামের এক রিকশাচালক। এতে এলাকায় চাঞ্চলের সৃষ্ঠি হয়। শুক্রবার যোগাযোগের মাধ্যমে জানা যায়, জমির কাগজপত্র সংক্রান্ত বিষয়ের কাজ চলমান রয়েছে।

কলেজ স্থাপনের

উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে ছৈয়দ আহাম্মদ একজন রিকশাচালক ছিলেন। তিনি প্রায় ৩৮ থেকে ৩৯ বছর যাবৎ রিকশা চালাতেন।

ছৈয়দ আহম্মদের তিন ছেলে ও চার মেয়ে। এক ছেলে প্রবাসে থাকেন। একজন ব্যবসা করেন। অন্যজন বর্তমানে বাড়িতে রয়েছে। পরিবার প্রতিষ্ঠিত হওয়ার পর গত ১৫ বছর আগ থেকে তিনি রিকশা চালানো বন্ধ করে দেন। প্রায় ৪০ বছর যাবৎ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে একটি বাড়িতে থাকতেন। রিকশা চালানোর উপার্জন দিয়ে ক্রয় করেন জমি। বিভিন্ন অভাব অনটনের মধ্যে দিয়ে জীবনযাপন করলেও বর্তমানে চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামে স্থায়ীনভাবে তার ক্রয়কৃত জমিতে বসবাস করছেন তিনি। এ সমাজে একাধিক বিত্তবান পরিবার থাকলেও কলেজ স্থাপনের জন্য কেউ জমি দিতে রাজি হয়নি। তিনি স্ব-ইচ্ছায় এ জমি দান করে সমাজে একটি বড় আলোড়ন সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই যুবকদের উদ্যেগে ওই এলাকায় কলেজ স্থাপনের জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয়। কিন্তু সভায় জমি দেয়ার মতো কাউকে পাওয়া যায়নি। ঠিক তখনি মাইকের আওয়াজ শুনে ছৈয়দ আহম্মদ মিয়া কলেজের জন্য জমি দিতে ছুটে আসেন। তবে তিনি ওই আলোচনা সভার কোনো অতিথিও ছিলেন না। তার এমন আগ্রহ দেখে সভার অতিথিসহ সকলে মুগ্ধ।

পুরুষদের বয়স ৫০ বছর হলেই যে গ্রামের মানুষ অন্ধ হয়ে যায়

জমির দাতা ছৈয়দ আহম্মদ জানান, ‘আমি পরিশ্রম করে যেভাবে ছোট থেকে বড় হয়েছি। কষ্টগুলো আমার এখনো মনে পড়ে। দৈনিক রিকশা চালিয়ে টাকা উপার্জন করে তা থেকে জমিয়ে আমি এ জমি ক্রয় করি। এখানে কলেজ স্থাপনের পর সুশিক্ষার আলো ছড়িয়ে পড়বে সমাজে। আমি এ জমি কলেজ স্থাপনের জন্য দিতে পেরে খুবই খুশি অনুভব করছি।’