বিনোদন ডেস্ক : অটোরিকশার প্রতি টুইঙ্কেল খান্নার অনুরাগ সেই ছোটবেলা থেকে, সে কারণেই বন্ধুরা ভালোবেসে ওই নাম দিয়েছেন তাকে। মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলিউডি অভিনেত্রী টুইঙ্কেল খান্না, তার আগে শহর চক্কর দিলেন মা-মেয়ে; তবে গাড়িতে নয়, পছন্দের আটোতে চড়ে মুম্বাই শহরে ঘুরে বেড়ালেন তারা।
এনডিটিভি জানিয়েছে, টুইঙ্কেল তাদের অটোতে চড়ার একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, সঙ্গে আছে এ বাহনের সঙ্গে তার স্মৃতি নিয়ে লেখা।
সেখানে টুইঙ্কেল লিখেছেন, অটোরিকশার প্রতি তার এই অনুরাগ পুরনো। কৈশর থেকেই সুযোগ পেলে অটোতে চেপে বসতেন। তাই বন্ধুরা তাকে ডাকতেন ‘রিকশারানি’ বলে।
একবার অটোতে চড়ে ভয়াবহ এক অভিজ্ঞতা হয়েছিল টুইঙ্কেলের। কারণ চালকের বসার সিটের নিচে রাখা ছিল বিশাল এক ছুরি। সেই গল্পই বলেছেন তিনি ইন্সটাগ্রামে।
‘মিশুক’ স্বভাবের জন্য বরাবরই খ্যাতি আছে টুইঙ্কেলের। তার অভ্যাস হল, সহজেই যে কারও সঙ্গে গল্পে মেতে ওঠা। অল্প বয়সে একবার অটোসফরে বেরিয়েছিলেন তিনি। ওঠার পরপর চালকের সঙ্গে শুরু হয় আলাপ। চালক কত বছর ধরে অটো চালাচ্ছেন, বাড়িতে কে কে আছেন, রোজ কামাই হয় কত– এরকম নানা প্রশ্ন করে হাঁড়ির খবর টেনে বের করছিলেন টুইঙ্কেল।
কিছুটা সংকোচের সাথে উত্তর দিয়ে ওই চালক বলেছিলেন, অনেক ব্ছর গাড়ি চালিয়ে তার আর এই পেশা ভালো লাগে না। তবে এই পেশায় টাকা আছে এবং তিনি অনেকদিন ধরে টাকা জমিয়ে সাতটি সোনার বিস্কুট কিনেছেন। এর মধ্যে ছয়টি তার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে, বাকি আছে মাত্র একটি।
এ কথা শোনার সাথে সাথে টুইঙ্কেলের উপদেশ ছিল, “ভাইসাহেব, এই কথা পাঁচকান করবেন না, জানাজানি হলে খুন হয়ে যেতে পারেন।“
টুইঙ্কেলের এই পরামর্শ শোনামাত্র অটো চালক তার সিটের নিচ থেকে লম্বা এক ছুরি বের করে বলেন, “চেষ্টা করেই দেখুক না, গলা কেটে নেব। “
তবে এবারে কোনো ছুরিওয়ালা অটোচালকের পাল্লায় পড়তে হয়নি টুইঙ্কেলকে, নির্বিঘ্নে শহর ঘুরে বাড়ি ফিরেছেন তিনি।
বহু আগেই অভিনয়কে বিদায় জানানো টুইঙ্কেল খান্না ব্যস্ত থাকেন লেখালেখি নিয়েই। কিছুদিন আগে জন্মদিন উদযাপনে বলিউডের তারকা অভিনেতা স্বামী অক্ষয় কুমারের সাথে গিয়েছিলেন গোয়ায়। সেখানে ভালোই কেটেছে সময়।
টুইঙ্কেল বলেন, তার এই অটো প্রীতির জন্যই তার লেখা প্রথম বইয়ের প্রচ্ছদে একটি অটোর ছবি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।