বিনোদন ডেস্ক: ব্যবসায়িক প্রতারণার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী রিমি সেন। বিশাল পরিমাণের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বিনিয়োগের নাম করে রিমির কাছ থেকে একজন ব্যবসায়ী প্রায় ৪.১৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
সেই ব্যবসায়ী বিনিয়োগে ভালো রিটার্নের আশ্বাস দিয়ে রিমির কাছ থেকে টাকা নিয়েছেন। এ ঘটনার জেরে ভারতের মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেছেন রিমি। দায়ের করা এফআইআরে উল্লেখ আছে, ২০১৯ সালে একটি জিমে রিমির সঙ্গে অভিযুক্ত ব্যবসায়ী রৌনকের পরিচয় হয় এবং সেই থেকে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
অভিনেত্রী পুলিশকে জানান, রৌনক তাকে নতুন একটি ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনার কথা বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। রিমিকে বলা হয়েছিল ব্যবসায়ে বিনিয়োগের ভালো রিটার্ন পাবেন।
ব্যবসায়ী রৌনক রিমির বিনিয়োগের ওপর কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ রিটার্নেরও আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। এক বছরে রিমির বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় ৪.১৪ কোটি টাকায়।
পরে রিমি তার অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করলে অভিযুক্ত রৌনক তার কল উপেক্ষা করতে শুরু করেন। একপর্যায়ে রিমি জানতে পারেন, রৌনক কোনো ধরনের ব্যবসার জন্য টাকা নেননি। উল্টো প্রতারণা করেছেন। পরবর্তী সময়ে কোনো উপায়ান্তর না দেখে রিমি পুলিশের দ্বারস্থ হন। বর্তমানে অভিযুক্ত ব্যবসায়ী রৌনকের খোঁজ করছে পুলিশ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।