জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ভিডিও দেখতে পাওয়া যায়। সাপের ভিডিও এর মধ্যে খুব জনপ্রিয়। সাপকে মানুষ ভয় পায়। এইজন্যই সাপের ভিডিও কেউ এড়িয়ে যেতে পারেননা। সাপ সম্পর্কে অনেকের আগ্রহ আছে। কারণ সাপ সম্পর্কে আমরা অনেক কিছুই জানিনা। সম্প্রতি পৃথিবীর ক্ষুদ্রতম সাপের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জয় প্রিহিস্টোরিক পেটসনামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। আপলোড করার পরেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি খুব ছোট সাপ এক ব্যক্তির হাতের পাতার উপর ঘুরে বেড়াচ্ছে। জানা যাচ্ছে যে সাপটির নাম ক্যালিফোর্নিয়ার রিং নেকড স্নেক। এই সাপটি সমগ্র উত্তর আমেরিকা মহাদেশ জুড়েই দেখতে পাওয়া যায়।
সাপটি স্বভাবে খুব লাজুক এবং দিনের বেলা এর দেখা পাওয়া খুবই কঠিন। এই সাপটি স্বভাবে খুবই নিরীহ এবং বিষ নেই। সাধারণত এই সাপগুলি কমলা হলুদ বা কমলা-লাল রঙের হয়। এই সাপ লম্বায় ২৫-৪০ সেন্টিমিটার হয়ে থাকে। এই সাপ আমেরিকা মহাদেশের বাইরে খুব একটা দেখা যায়না এবং লাজুক স্বভাবের কারণে এদের সমন্ধে বিজ্ঞানীরা এখনো সবকিছু জানতে পারেননি।
নেটিজেনরা এই সাপটিকে দেখে খুবই অবাক হয়েছেন। অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে এত ছোট সাপও হতে পারে। সাপটি যেভাবে ওই ব্যক্তির হাতের পাতায় ঘুরে বেড়াচ্ছিল তাতে অনেকেরই এটিকে খুব কিউট বলে মনে হয়েছে। তাঁরা এই সাপটি সম্পর্কে আরো জানতে চাইছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।