স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে ভারত। যেখানে আলোচনায় থাকা বেশ কয়েকজন তারকা ক্রিকেটার জায়গা পাননি। অন্যদিকে, কয়েকজনকে স্কোয়াডে রেখে কিছুটা চমক দিয়েছে বিসিসিআই। ওই দলে জায়গা না পাওয়াদের মধ্যে আছেন ফিনিশিংয়ে আস্থার নাম রিঙ্কু সিং। বাঁ-হাতি এই ব্যাটারকে মূল দলে না দেখে প্রশ্ন তুলেছেন সাবেক তারকা ইরফান পাঠান। বিসিসিআইয়ের এক কর্মকর্তা তার জবাবও দিয়েছেন!
সূর্যকুমার যাদবের পাশাপাশি রিঙ্কুকে ভারতের টি-টোয়েন্টি দলে অটোমেটিক চয়েজ ভাবা হতো। সাম্প্রতিক সিরিজগুলোতেও আস্থার প্রতিদান দিচ্ছিলেন। যদিও চলতি আইপিএলে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি। রিঙ্কু অবশ্য খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তাও কিন্তু নয়। তবে ভারতীয় ভক্তরা তার আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যানকেই বার বার সামনে আনছেন। জাতীয় দলের জার্সিতে ১৫টি টি-টোয়েন্টি খেলে ৩৫৬ রান করেছেন রিঙ্কু। যেখানে ৮৯ গড়ের পাশাপাশি তার স্ট্রাইকরেট ১৭৬। মূল স্কোয়াডে না জায়গা না মেলা এই ব্যাটার ট্রাভেলিং রিজার্ভের তালিকায় আছেন।
আইপিএলে এবারও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রিঙ্কু। আটটি ম্যাচে শেষদিকে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন। সে কারণে যেখানে তার রান মাত্র ১২৩। এবার রিঙ্কু বেশির ভাগ ম্যাচেই শেষ দিকে কয়েকটি করে বল খেলার সুযোগ পেয়েছেন। এরচেয়ে গত বার ব্যাট করার বেশ সুযোগ পেয়ে তার প্রতিদানও দিয়েছিলেন। এরপরই জাতীয় দলের টি-টোয়েন্টিতে তিনি ছিলেন নিয়মিত মুখ। এবার ভারতীয় দলে ফিনিশিংয়ের জন্য সুযোগ পেয়েছেন শিবাম দুবে। চেন্নাইয়ের হয়ে দারুণ ব্যাট করার সুবাদে এই পুরস্কার পেলেন বাঁ-হাতি এই মারকুটে ব্যাটার।
এছাড়া বিশ্বকাপ দলে সুযোগ পাননি শুভোন গিলের মতো তারকা ওপেনার। নেই অভিজ্ঞ লোকেশ রাহুলও। তবে আইপিএলে খারাপ খেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। শুধু জায়গা পাওয়াই নয়, দলের সহ-অধিনায়কও তিনি। দল বাছাইয়ের সময় তাকে নিয়ে মতপার্থক্য হয়েছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত অনেকের বিরোধিতা সত্ত্বেও বিশ্বকাপের বিমানে উঠবেন হার্দিক। তার থাকা এবং রিঙ্কুর না থাকা নিয়ে দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে ব্যাখ্যা দিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা বলেন, ‘হার্দিককে নিয়ে অনেক আলোচনা হয়েছে। বেশ কয়েকজন তাকে নেওয়া নিয়ে বিরোধিতা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে জায়গা পেয়েছে হার্দিক। বাকি কারও জায়গা নিয়ে এত আলোচনা হয়নি। হার্দিক, শিবাম (দুবে) ও রিঙ্কুর মধ্যে কোনও দুজন জায়গা পেত। শেষ পর্যন্ত অভিজ্ঞতা কম থাকায় বাদ পড়েছে রিঙ্কু। ওর বাদ পড়া দুর্ভাগ্যজনক।’
আইপিএলের ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের কারণেও রিঙ্কুর বাদ পড়ায় ভূমিকা রেখেছে বলে মত বিসিসিআই কর্মকর্তার। একই কারণে খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ পাননি এই ফিনিশারের। ওই কর্মকর্তা বলেন, ‘কোনো সন্দেহ নেই যে রিঙ্কুকে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে বড় মূল্য দিতে হয়েছে। সহজভাবে বলতে গেলে সে দুর্ভাগা। হার্দিকের ফর্ম নেই ঠিক, কিন্তু সে এখনও ভারতের সেরা পেস অলরাউন্ডারদের একজন এবং এমন ক্রিকেটারদের মধ্যে সেই একমাত্র যে বোলিং করতে পারে। তাই তাকে বাদ দেওয়া ঝুঁকিপূর্ণ হতো।’
আগামী ১ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ৫ জুন। ‘এ’ গ্রুপে থাকা রোহিত শর্মাদের প্রতিপক্ষ হিসেবে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ ক্রিকেটার : শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।