ভারতের তরুণ ক্রিকেটার রিংকু সিংয়ের বিয়ের খবর বেশ কিছুদিন ধরেই আলোচনায়। ভারতের লোকসভার দ্বিতীয় সর্বকনিষ্ঠ সাংসদ ও আইনজীবী প্রিয়া সরোজের সঙ্গে তার বিয়ের দিনক্ষণ প্রায় ঠিক হলেও তা আপাতত পিছিয়ে আগামী বছরের জন্য রাখা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিংকু জানিয়েছেন, কীভাবে প্রিয়ার সঙ্গে তার পরিচয় ও প্রেমের গল্প শুরু হয়েছিল।
ইনস্টাগ্রামেই প্রথম পরিচয়
রিংকু সিং বলেন, ২০২২ সালে কোভিডের সময় তার ভক্তদের একটি পেজে বোন প্রিয়ার কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলো দেখে ভালো লাগায় তিনি লাইক দেন। তবে প্রথমে কথা বলতে সংকোচ বোধ করছিলেন রিংকু। পরে সেই দ্বিধা দূর হয়, যখন প্রিয়া রিংকুর ছবিতে লাইক দেন। তখনই রিংকু সাহস করে মেসেজ করেন, আর সেখান থেকেই শুরু হয় তাদের আলাপ ও ধীরে ধীরে প্রেম।
রিংকু বলেন, “২০২২ সাল থেকেই আমি ওকে ভালোবাসি। তবে মনের কথা জানাতে কিছুটা সময় লেগেছিল। আমি সত্যিই ভাগ্যবান যে ওর মতো একজনকে জীবনে পেয়েছি।”
ব্যস্ত সংসদ সদস্য প্রিয়া
পরিচয়ের পরপরই প্রিয়া সরোজ সমাজবাদী দল থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। এর ফলে আগের মতো দীর্ঘ আলাপ আর সম্ভব হয়নি। রিংকু জানান, “শুরুতে আমরা অনেক কথা বলতাম, কিন্তু এখন প্রিয়া খুব ব্যস্ত। সংসদ, গ্রামীণ উন্নয়ন আর জনগণের সেবা নিয়েই তার সময় কেটে যায়। তাই মূলত রাতেই আমাদের কথা হয়।”
বাগদান ও বিয়ে পিছিয়ে যাওয়া
গত ৮ জুন রিংকু ও প্রিয়ার বাগদান সম্পন্ন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, অভিনেত্রী জয়া বচ্চন, বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা এবং ক্রিকেটার ভুবনেশ্বর কুমারসহ অনেক বিশিষ্ট ব্যক্তি। তখনই ঘোষণা করা হয়েছিল যে বিয়ে হবে ১৮ নভেম্বর, বারাণসীর একটি বিলাসবহুল হোটেলে। কিন্তু ভারতের ব্যস্ত ক্রিকেট সূচির কারণে বিয়ের তারিখ পিছিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে। তবে নতুন দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
প্রিয়া ও রিংকুর পেশাগত পথচলা
উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মাছলীশহর থেকে নির্বাচিত হয়ে প্রিয়া লোকসভার সদস্য হয়েছেন। নয়ডার একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। মাত্র ২৬ বছর বয়সে তিনি ভারতের সবচেয়ে কম বয়সী নারী সাংসদদের একজন। অন্যদিকে, ২৭ বছর বয়সী রিংকু ভারতের হয়ে ৩৩টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে দুর্দান্ত ফিনিশার হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি এবং চলতি বছর এশিয়া কাপের দলেও জায়গা পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।