স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হোসেন। তবে পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় দলটির ফাইনালের একাদশে জায়গা করে নিতে সাকিব আল হাসান।
এদিকে লাহোরের হয়ে খেলতে শেষদিকে পিএসএলে যোগ দিলেও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি মেহেদী হাসান মিরাজ।
পিএসএলের দশম সংস্করণের ফাইনালে আজ (রোববার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কোয়েটা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ২ উইকেট খুইয়ে ৩১ রান তুলেছে দলটি।
এদিকে পিএসএলে তিন ম্যাচ খেললেও রানের খাতা খোলা হয়নি সাকিবের। দুই ম্যাচে ফিরেছেন শূন্য রানে, অন্য ম্যাচে বাট করতে হয়নি। এছাড়া লাহোরের হয়ে সবশেষ ম্যাচে ৩ ওভারে ২৭ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি তিনি। এই হতশ্রী পারফরম্যান্সের জেরেই ফাইনালের একাদশে জায়গা হয়নি একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
অন্যদিকে রিশাদ পিএসএলের শুরু থেকেই বল হাতে আলো ছড়িয়েছেন। এখন পর্যন্ত ১২ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। লাহোরের সবশেষ ম্যাচে ৩৪ রানে ৩ উইকেট শিকার করেন এই স্পিনিং অলরাউন্ডার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।