ঋষি সুনাকের কাছে যা নিয়ে সহায়তা চেয়েছেন জেলেনস্কি

ঋষি সুনাক ও জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপকালে জেলেনস্কি আসন্ন শীতে ইউক্রেনের জন্য প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর কাছে।

ঋষি সুনাক ও জেলেনস্কি

বৃহস্পতিবার এক টুইটবার্তায় জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, ঋষি সুনাকের সঙ্গে আমি বহুমুখী প্রতিরক্ষা সহায়তা নিয়ে আলাপ করেছি।

রাজদায়িত্ব ছেড়ে দিলেন নরওয়ের রাজকুমারী

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আন্তর্জাতিক আয়োজনের পূর্বকালের জন্য শস্য চুক্তি নিয়েও আলাপ করেছেন।