বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের মতো দেশীয় টিভি নাটকেও হঠাৎ হঠাৎ পরিবর্তন দেখা যায়। নতুন এক জোয়ার শুরু হওয়ার কিছুদিন পরই লক্ষ্য করা যায় ভাটার টান। কয়েক বছর ধরে ধারাবাহিক নাটকগুলোতে দেখা যেত কমেডির নামে সস্তা ভাঁড়ামি। সেই ধারাবাহিকতার বাঁক-বদল ঘটিয়ে টিভিতে ফিরতে শুরু করে আগের মতো পারিবারিক গল্পের নাটক। এর মাঝেই চলচ্চিত্রের মতো নাটকেও শুরু হয়েছে অ্যাকশননির্ভর গল্পের প্রবণতা। আর এসব ধারাবাহিকগুলোতে একই মুখ বার বার দেখা যাচ্ছে। বলা চলে, এক সময়ের আলোচিত ও ব্যস্ত অভিনয়শিল্পীরা থিতু হয়েছেন ধারাবাহিক নাটকেই।
আবার একক নাটক কিংবা টেলিফিল্মের ক্ষেত্রে এক সময় কেবল রোমান্টিক ঘরানার গল্পই বেশি শোভা পেত। এতে কেবলমাত্র নায়ক-নায়িকা ছাড়া অন্য কোনো পার্শ্ব চরিত্র রাখা হতো না তেমন। এই নাটকগুলোতে অভিনয় করতেন সময়ের চাহিদাসম্পন্ন মডেল-অভিনেত্রীরা। কয়েক বছরের ব্যবধানে এই ধারাতেও এসেছে পরিবর্তন।
বিশ্বায়নের যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চাহিদার শীর্ষে চলে এসেছে ডিজিটাল তথা ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম। শুরুতে নতুন এই প্রযুক্তিতে কাজ করতে তারকাদের তেমন কোনো সাড়া ছিল না। তবে মাঝখানে ভারত ও বাংলাদেশের বেশ কয়েকটি ওয়েব সিরিজ আলোচনায় আসায় অনেকেই এখন গা ভাসিয়েছেন ওটিটি জোয়ারে। এতে টিভি নাটকের চেয়ে অনেক বেশি পারিশ্রমিক পাওয়ায় ছোটপর্দার শীর্ষ তারকাদের বেশিরভাগই এখন নাটক ছেড়ে ওয়েব সিরিজে ব্যস্ত হয়ে পড়েছে। মূলত দর্শকের চাহিদার কথা চিন্তা করেই বেশি পারিশ্রমিক দিয়ে সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে ওয়েব সিরিজ কিংবা ওয়েব সিরিজ নির্মাণের ধুম পড়েছে।
আর এ কারণে বেশি পারিশ্রমিকের আশায় ছোটপর্দার সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন দুই অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী টিভি নাটকে অভিনয় করা ছেড়েই দিয়েছেন। যদিও মুখে তারা বলছেন, ‘ছোটপর্দা থেকেই আমাদের নাম, যশ, খ্যাতি পেয়েছি। আমরা ছোট পর্দারই মানুষ। তাই টিভি নাটক কখনো ছাড়ব না।’ সস্তা ও একই ঘরানার নাটক হচ্ছে উল্লেখ করে তারা জানান, আসলে এখন নাটকে একঘেয়েমিতা চলে এসেছে। কিছুদিন যাক, এই পরিস্থিতি দূর হোক তারপর টিভি নাটকে ফিরে আসব।
নিশো-মেহজাবীনের মতো ছোটপর্দার অনেক জনপ্রিয় তারকারাই এখন টিভি নাটক ছেড়ে ব্যস্ত হয়ে পড়েছেন ওয়েব প্ল্যাটফর্মে। আর তারকাশূন্য হওয়ার কবল থেকে টিভি নাটক বিশেষ করে এক ঘণ্টার নাটকগুলোতে অনায়াসে জায়গা খুঁজে পেয়েছেন এই সময়ের একঝাঁক উঠতি মডেল-অভিনেত্রী। অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতোই অবস্থা। তবে তাদের মধ্যে নিজ মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে দর্শকের মনে জায়গাও করে নিয়েছেন অনেকে। মৌসুমী হামিদ, শবনম ফারিয়া, সাফা কবির, জোভান, তৌসিফ মাহবুব, মনোজ প্রামাণিকদের পর টেলিপাড়ায় আলো ছড়াচ্ছেন এসব উঠতি তারকা। দর্শকের পাশাপাশি নির্মাতাদের কাছেও দিন দিন তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। এই তালিকায় রয়েছেন তাসনিয়া ফারিণ, মুশফির আর রহমান, সামিরা খান মাহি, আরশ খান, কেয়া পায়েল, জিয়াউল হক পলাশ, রুকাইয়া জাহান চমক, মাহা, তাসনুভা তিশা, তটিনীসহ অনেকে।
এসব নতুন অভিনয়শিল্পীর মধ্যে চাহিদার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছেন তাসনিয়া ফারিণ। এক ঘণ্টার নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে তার সরব উপস্থিতি। যদিও ইতোমধ্যে এই অভিনেত্রী এখন ওয়েব ফিল্ম ও চলচ্চিত্রকে গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি বিয়ে এবং হানিমুন শেষে নতুন করে একটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া প্রথম সিনেমার পর কয়েকদিন আগে কলকাতার আরেকটি সিনেমায় কাজ করার বিষয়ে কথাবার্তা চলছে ফারিণের। তবে ওয়েব দুনিয়া ও সিনেমায় কাজ করলেও আপাতত নাটক ছাড়ছেন না বলে মন্তব্য করেছেন এই মডেল-অভিনেত্রী। গত দুই ঈদে অনেকগুলো নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ছোটপর্দার এই সময়ের আরেক আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান।
কিছুদিন আগে ‘মায়া শালিক’ নামে একটি ওয়েব ফিল্মে মাধ্যমে বেশ আলোচনায় আসেন। এবারের ঈদুল আজহার প্রায় একগুচ্ছ নাটকে অভিনয় করে দর্শকমনে নিজের অবস্থান আরও খানিকটা পাকাপোক্ত করেন তিনি। টিভি পর্দার উঠতি পুরুষ তারকাদের মধ্যে অন্যতম মুশফিক আর ফারহান। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে একজন সুঅভিনেতা হিসেবে প্রমাণ করেছেন এরই মধ্যে। দর্শক চাহিদা ও নির্মাতাদের আস্থা নিয়ে বর্তমানে প্রায় দিনই নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। অন্যদিকে চলতি প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নিজের মেধার পরিচয় দিয়েছেন সামিরা খান মাহি।
তিনিও বেশ ব্যস্ত সময় পার করছেন। ফারহান ও মাহি একসঙ্গে বেশকিছু নাটক সাড়া ফেলেছে। সময়ের আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে শখের বশে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে। তবে অভিনয়ে নিয়মিত ২০২০ সাল থেকে। এই ছোট্ট ক্যারিয়ারে প্রশংসিত অনেক নাটকে অভিনয় করেছেন। টেলিভিশন, ইউটিউব কিংবা ফেসবুক ক্লিপগুলোয় চোখ রাখলে দেখা মেলে জান্নাতুল সুমাইয়া হিমির।
বিশেষ করে নিলয়ের সঙ্গে হিমির জুটি দর্শকের মাঝে ভালো সাড়া ফেলে। ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। অল্প সময়েই সুনিপুণ অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই নতুন অভিনেতা। এই তালিকায় রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। চলমান সময়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। নিজের অনবদ্য ও ব্যতিক্রমী পারফরম্যান্স দিয়ে অভিনেতা খায়রুল বাসারও টিভি দর্শকের প্রিয় মুখে পরিণত হয়েছেন। বিশেষ করে ভিকি জাহেদের ‘চরের মাস্টার’ ও আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’ দিয়ে আলোচনার দুয়ার খোলেন এই উঠতি তারকা। এছাড়া আরও একঝাঁক নতুন মুখ রয়েছে টেলিপাড়ায়; যারা নিজেদের অভিনয় যোগ্যতা দিয়ে ক্রমশ ব্যস্ত হয়ে পড়ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।