আন্তর্জাতিক ডেস্ক : ভারি বর্ষণে আকস্মিক বন্যার শঙ্কা তৈরি হয়েছে সৌদি আরবের বেশ কয়েকটি শহরে। রিয়াদ, জেদ্দাসহ একাধিক বড় শহরে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল করা হয়েছে। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে উল্লেখযোগ্য হারে আবহাওয়া পরিবর্তন হয়েছে। আজ মঙ্গলবার বৈরি আবহাওয়ার কারণে রিয়াদ, কাশিম, হাফর আল বাতিনসহ বেশ কিছু অঞ্চলে অসংখ্য ক্লাস বাতিল করা হয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর বেশ কয়েকটি প্রদেশে রেড এলার্ট জারি করেছে। বিশেষ করে উত্তরাঞ্চলীয় তাবুক অঞ্চলের পরিস্থিতি বেশি প্রতিকূল।
রেড এলার্টে বলা হয়েছে ঝড়ো বাতাস, ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যা দেখা যেতে পারে।
পবিত্র রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালন করা যাবে না বলে জানিয়েছে সৌদি আরব। এই মাসে ওমরাহ পালনকারী মুসল্লিদের ভিড় সামাল দিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রমজান মাসে একাবারের বেশি ওমরাহ করার অনুমতি দেবে না সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
তারা জানিয়েছে, মূলত রোজার সময় অন্যদের আরও সহজে ওমরাহ পালন ও কাবা শরিফ তাওয়াফের সুযোগ দিতে এবং মসজিদুল হারামে ভিড় কমাতে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছে।
এই নিয়ম মেনে চলতে তারা এই রোজায় একাধিকবার ওমরাহ পালন করতে চাওয়া ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।