ফ্যাশন জগতে সাড়া ফেলেছে ‘রিস্কি ফ্যাশন’

জুমবাংলা ডেস্ক : ‘রিস্কি ফ্যাশন’ হলো এই সময়ে বাংলাদেশে জনপ্রিয় ও আকর্ষণীয় একটি কাপড়ের ব্রান্ড। যা অল্প সময়ে বাংলাদেশে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে। বিশেষ করে এদেশের যুবসমাজের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে এই ব্রান্ডটি।

তবে এই জনপ্রিয়তার অনেক কারণও রয়েছে। এই ব্রান্ডটির জনপ্রিয়তার বিশেষ কারণ হলো তাদের পণ্যের বৈচিত্রতা, কাপড়ের গুণমান ও পোশাকের ডিজাইন। তাদের কাছে গোল গলা টি-শার্ট থেকে শুরু করে রয়েছে পোলো টি-শার্ট, শর্টস, জগার্স এবং ফরমাল প্যান্ট। প্রতিটি পোশাকই তৈরি হয় উন্নতমানের ফেব্রিকস দিয়ে যা একজন গ্রাহককে দেয় পরিপূর্ণ সন্তুষ্টি। এর পাশাপাশি ডিজাইনের ভিন্নতা তাদের ব্রান্ডকে নিয়েছে অনন্য মাত্রায়।

বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ‘রিস্কি ফ্যাশন’ ব্র্যান্ডের পুরো বিজনেসটা অনলাইন নির্ভর। গ্রাহকদের সুবিধা ও কেনাকাটাকে সহজ করতে তাদের রয়েছে একটি নিজস্ব ফেসবুক পেজ, যেখানে দক্ষ ও সক্রিয় কর্মীরা সবসময় সেবা দিয়ে আসছে গ্রাহকদের জন্য৷ গ্রাহকরা তাদের কাঙ্ক্ষিত পণ্য সেখানে দেখতে পারেন, জানতে পারেন এবং পর্যালোচনা করে তা অর্ডার করতে পারেন। যা সরাসরি চলে আসে গ্রাহকের কাঙ্ক্ষিত ঠিকানায়। এছাড়াও নতুন নতুন পণ্যের তথ্য গ্রাহকরা পেয়ে যান তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে। এত সকল সুবিধার জন্য যুবসমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ব্রান্ড ‘রিস্কি ফ্যাশন’।

ব্রান্ডটির প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি জানান, আমরা আনন্দিত ও গর্বিত যে আমাদের ব্রান্ডটি খুব অল্প সময়েই বাংলাদেশের যুবসমাজের কাছে প্রতিষ্ঠা করতে পেরেছে। এছাড়াও আমরা প্রতিনিয়ত আমাদের ব নিয়ে কাজ করে চলেছি যেন প্রযুক্তি ও সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নতুন স্টাইল এবং কাপড়ের মাধ্যমে আমাদের গ্রাহকদের সন্তুষ্টিজনক অভিজ্ঞতা এবং আনন্দ দেয়া যায়। গ্রাহকের সন্তুষ্টির মাধ্যমেই আমরা পারি আমাদের ব্র্যান্ড ‘রিস্কি ফ্যাশন’কে এগিয়ে নিতে।