বিনোদন ডেস্ক : ইংরেজিতে ভুল করায় প্রবল কটাক্ষের শিকার হতে হল ঋতাভরী চক্রবর্তীকে। সম্প্রতি এক রিল ভিডিওতে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন অভিনেত্রী। তবে এতে ফল হয় ঠিক উলটো। ছোট একটি ভুলের জন্য মারাত্মক হাসিঠাট্টা শুরু হয় অভিনেত্রী। বিষয়গুলি দেখে ঠিক কী করলেন ঋতাভরী চক্রবর্তী।
ফের বিতর্কের কেন্দ্রে ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি ফেসবুকে একটি পার্ক থেকে রিল ভিডিয়ো আপলোড করেছিলেন টলি অভিনেত্রী। ওই ভিডিয়োতে বৃহদাকার এক গোরিলার আকারের স্লাইড দেখিয়েছিলেন তিনি। তাঁর প্রশ্ন ছিল, “এটা কী? কার মনে হয়েছিল এই ধরনের একটা Seesaw বানানো উচিত? কোন বাচ্চা গোরিলার বমি হয়ে বেরতে চায়?”
তবে এক্ষেত্রে তিনি Slide-কে Seesaw বলে উল্লেখ করায় প্রবল হাসিঠাট্টা শুরু হয়। কেউ ভুল ধরিয়ে দিয়ে লেখেন, “ওটা স্লাইড। Seesaw নয়।” কেউ লেখেন, “দিদি ওই স্লাইড আপনার মতো বাচ্চাদের জন্য তৈরি। যাঁরা ইংরেজি ক্লাস মন দিয়ে করে না।” ঋতাভরীর ব্যকরণ জ্ঞান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। অনেকে আবার তাঁকে ইংরেজি শিক্ষা দিতে শুরু করেন। ধীরে ধীরে মূল বিষয়টি গৌণ হয়ে দাঁড়ায়।
যদিও পরবর্তীতে নিজের ভুল চোখে পরে ঋতাভরী চক্রবর্তীরও। এরপর তিনি ওই ফেসবুক রিল ভিডিওর ক্যাপশনে লেখেন, “হ্যাঁ, ওটা বাচ্চাদের Slide বা Slip। Seesaw নয়। কিন্তু, আমি এই ভয়ংকর জিনিসটি দেখে এতটাই চমকে গিয়েছিলাম যে ভুলেই গিয়েছিলাম একে কী বলে।” বহু নেটিজেন কিন্তু ঋতাভরীকে সমর্থনও জানিয়েছেন। এক নেটিজেনের কথায়, “সত্যিই এই স্লাইডটি ভয়ানক।” অপর একজন লেখেন, “বাচ্চাদের এভাবে ভয় দেখানো উচিত নয়।”
অন্যদিকে, কিছুজন ‘ঋতাভরী ব্যাশিং’ চালিয়ে গিয়েছেন। একজনের মন্তব্য, “গোরিলার জিভ দিয়ে স্লাইড করে নামাটা বাচ্চাদের কাছে মজার। ব্যাপারটা কিউটও। যারা এই স্লাইডে চড়ে তারা খুব ছোট নয়। ফলে তারা এত ভয় পায় না।” অপর নেটিজেন লেখেন, “বাচ্চারা এত কিছু ভেবে স্লাইডে চড়ে না। আপনি তাদের কথা না ভেবে ইংরেজি শিখুন।” আরও এক ফেসবুক ইউজারের কথায়, “অল্প বিদ্যা ভয়ংকরী।” অপর নেটিজেনের কথায়, “আমার সন্তানও এই পার্কে যায়। ওই স্লাইডে চড়ে মজা পায় সে। এতে এত ভয়ের কী আছে!”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।