ঋতুপর্ণার বাড়িতে চিত্রনায়ক নিরব

চিত্রনায়ক নিরব

বিনোদন ডেস্ক : বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘স্পর্শ’ জুটি হিসেবে দেখা যাবে চিত্রনায়ক নিরব ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তকে। এটি যৌথভাবে পরিচালনা করবেন অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত।

চিত্রনায়ক নিরব

সম্প্রতি নিরব কলকাতায় গিয়েছেন এবং গত ২৬ জানুয়ারি সরস্বতী পূজায় ঋতুপর্ণার বাড়িতে হাজির হন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনায় গ্রহণ করেন অভিনেত্রী। সেখানে তাদের সিনেমা নিয়ে নানা কথা বলেন।

এছাড়াও দর্শকের জন্য একটি ভিডিও বার্তাও দিলেন তারা। সেখানে নিরবকে বাংলাদেশের সুপারস্টার হিসেবে অভিহিত করেন ঋতুপর্ণা। তার মন্তব্য ছিলো এরকম, ‘ভারত আর বাংলাদেশের বিভাজনটা আমি একদম মানি না।

আমার মনে হয় আমরা সবাই এক। সেজন্য স্পর্শটা এখানে অনেক গভীর। যে সিনেমাটি আমরা করতে চলেছি বা করছি, সেটা একটা গভীর সম্পর্কের গল্প। নিরব তো সুপারস্টার বাংলাদেশের, আর এই দেশটার সঙ্গে আমারও ভীষণ ভালো একটা সম্পর্ক। তাই যখনই বাংলাদেশের ছবির কথা হয়, আমি কখনওই না বলতে পারি না।’

নতুন ছবিটি নিয়ে ঋতুপর্ণার ভাবনা, “স্পর্শ’ কথাটার মধ্যে একটা দারুণ অর্থ লুকিয়ে আছে; সেটা যে ভাষাতেই হোক- স্পার্শ (হিন্দি) বা স্পর্শ, আমার মনে হয় সবার ভেতরে একটা স্পর্শের অনুভূতি হয়। এবারের অনুভূতিটা তো আরও বড়, কারণ ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় আমরা একটা ছবি করছি।”

নিরব বলেন, ‘কলকাতার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী, অনেক সুপারহিট ছবি যার ঝুলিতে রয়েছে, তার সঙ্গে কাজ করছি; খুবই ভালো লাগছে। কলকাতার যারা দর্শক আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে ছবিটা দেখার জন্য।’

নিউ ইয়র্কে শাকিবের সঙ্গে কাজী মারুফের কফি আড্ডা

নিরবের এই কথার রেশ ধরে ঋতুপর্ণা আরও বলেন, ‘বাংলাদেশে বহু সুপারহিট ছবিতে, সুপারহিট নায়কের সঙ্গে কাজ করেছি। আর নিরব, যে আরেকজন সুপারহিট নায়ক, যার সঙ্গে আমি এখন কাজ করছি। এই যে দীর্ঘ সম্পর্ক বাংলাদেশের সঙ্গে, আমি এটাকে সত্যিই লালন করি।’