বিনোদন ডেস্ক : ‛ইস্মার্ট জোড়ি’ র মঞ্চে এসে ‛শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মজার কথা তুলে ধরলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তাও আবার খোদ নায়িকাকে নিয়েই। দিন কয়েক আগেই জিৎ সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো ‛ইস্মার্ট জোড়ি’ র মঞ্চে হাজির হয়েছিলেন একসময় বাংলা ছবির হিট জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।

তাদের নিয়ে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আশি-নব্বয়ের দশকে তারা চুটিয়ে কাজ করেছেন। এমনকি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে, এখনও যে তারা মঞ্চে আসলে কাঁপিয়ে দিতে পারেন সেদিন তারও প্রমান মিলেছে।
শুটের মাঝেই নাক ডেকে ঘুম, ঋতুপর্ণার পুরনো সিক্রেট ফাঁস করলেন প্রসেনজিৎ তুলে ধরলেন মজার একটি ঘটনা। যেখানে প্রসেনজিৎ বললেন ২০০০ সালের জনপ্রিয় ছবি ‛ শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ র শ্যুটিং চলাকালীন ঋতুপর্ণা অপর্ণা সেন পরিচালিত ‛পারমিতার একদিন’ ছবিরও শ্যুটিং করছিলেন।
সকাল ৬ টা থেকে অপর্ণার ছবির শ্যুটিং করার পর রাতে গিয়ে প্রসেনজিতের সঙ্গে শ্যুটিং করতেন।স্বভাবতই এতক্ষন কাজের ফলে অভিনেত্রীর শরীরে ক্লান্তি নেমে আসতো। আর সেই সময় চলছিল ‛চোখ তুলে দেখো না’ গানের শ্যুটিং।
শুটের মাঝেই নাক ডেকে ঘুম, ঋতুপর্ণার পুরনো সিক্রেট ফাঁস করলেন প্রসেনজিৎপ্রসেনজিতের দাবী শ্যুটিংয়ের সময় ঋতু পুরো গা এলিয়ে দেয় তার গায়ে। এমনকি নায়িকারা নায়কের পায়ের কাছে বসে থাকার সেই পোজে ঋতু নাক ডাকতে থাকে। আর এই কথা শোনা মাত্রই অভিনেত্রী প্রসেনজিৎকে ধাক্কা মেরে বলেন যে অবজেকশন। মোটেও না। আমি এরকম কখনও করিনি। যদিও ঋতুপর্ণার এই কথায় একেবারেই থেমে যাননি প্রসেনজিৎ।
https://inews.zoombangla.com/radharani-song-a-dance/
বরং আরও বলেন যে শুধু ‛শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ র সময়ই না তার ১৪ বছর পর ‛প্রাক্তন’ ছবির শ্যুটিংয়েও ঋতুপর্ণা ঘুমিয়ে পড়েছিলেন। আর এই কথা শুনে সেটের মধ্যে উপস্থিত সকলেই হো হো করে হেসে উঠেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



