টালিউড সিনেমার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়ের শুরুতে তাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছিল। বিশেষ করে তার বাবা কখনোই চাননি মেয়ে অভিনেত্রী হোক। এমনকি প্রযোজকেরা কাজের প্রস্তাব নিয়ে ফোন করলে তিনিই সেগুলো না করে দিতেন।
মুক্তির অপেক্ষায় ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমা ‘বেলা’। অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালক এ সিনেমায় উঠে এসেছে সেই সময়ের বেলা দের গল্প, যিনি পরিবারের গোঁড়ামি ও সামাজিক বাঁধা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই সিনেমাকে ঘিরে নিজের জীবনের অভিজ্ঞতাও শেয়ার করেছেন নায়িকা।
ঋতুপর্ণার পরিবারের প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকতা। সেখানে পরিবারের মেয়ে অভিনেত্রী হবে, কোনও ভাবেই চাননি তার বাবা।
ঋতুপর্ণা বলেন, “আমার পরিবারে প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। বাবা চাইতেন আমিও সরকারি কোনো অফিসার হই। তাই যখন প্রযোজকেরা ফোন করতেন, বাবা সরাসরি বলে দিতেন- ‘আমার মেয়ের সিনেমায় আগ্রহ নেই, আবার ফোন করবেন না’। বিষয়টি নিয়ে আমাকে অনেক লড়াই করতে হয়েছে।”
বাবার অনিচ্ছা থাকলেও মায়ের সহযোগিতা তার পাশে ছিল বলেও উল্লেখ করেন তিনি।
২৯ আগস্ট ‘বেলা’ ছবিটি মুক্তি পাচ্ছে। এই সিনেমার শুটিংয়ের সময় তার মা অসুস্থ হয়ে পড়েন। শুটিংয়ের ফাঁকেই বারবার হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে তাকে। তাই এই সিনেমাটি অভিনেত্রীর জীবনে ভিন্ন গুরুত্ব বহন করছে।
ঋতুপর্ণার কথায়, “এই সিনেমার শুটিংয়ের সময় মা অসুস্থ ছিলেন। তারপর আমি থেকে থাকিনি। কারণ, আমি সব সময় এমন কিছু ছবিতে কাজ করতে চাই, যেখানে ইতিহাসকে তুলে ধরা যায়।
BMW i5 xDrive40 : দ্বৈত মোটরে আরও শক্তিশালী পারফরম্যান্স, আসছে সেরা ইলেকট্রিক গাড়ি
এই ছবির একটি দৃশ্য শুট হয়েছিল ‘হিন্দুস্তান রেকর্ডস’-এর স্টুডিওতে, যা এশিয়ার প্রাচীনতম অডিও রেকর্ড স্টুডিও হিসেবে পরিচিত। অসংখ্য গুণী শিল্পী সেখানে রেকর্ড করেছেন। আমার কাছে এই ছবির শুটিং তাই জীবনের সেরা স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে।” সূত্র: আনন্দবাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।