ঋতুপর্ণার সঙ্গে ১৪ বছর পর সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর

Rituparna Sengupta

বিনোদন ডেস্ক : অপুর সংসার সিনেমায় সত্যজিৎ রায় পরিচয় করিয়ে দিয়েছিলেন অপর্ণার সঙ্গে। এরপর একাধিক বাংলা সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন শর্মিলা ঠাকুর। এই বাংলা থেকেই অভিনেত্রীর কেরিয়ার শুরু। তবে বিগত কয়েক বছরে বাংলার সঙ্গেই তার দূরত্ব তৈরি হয়েছে। এবার ফের ১৪ বছর পর আবারও বাংলা সিনেমাতে ফিরতে চলেছেন শর্মিলা ঠাকুর।

Rituparna Sengupta

২০০৯ সালে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘অন্তহীন’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রবীণ এই অভিনেত্রী। সেই শেষবার সিনেপর্দায় বাংলা সংলাপ বলতে শোনা গিয়েছিল শর্মিলাকে। এবার ‘কাবুলিওয়ালা’ পরিচালক সুমন ঘোষের সিনেমা দিয়ে বাংলা সিনোমতে প্রত্যাবর্তন করছেন তিনি। সিনেমার নাম- ‘পুরাতন’।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, ‘পুরাতন’ সিনেমার চিত্রনাট্যে ফিরবে একটি আবেগঘন মা ও মেয়ের গল্প। যেখানে মিসেস সেনের চরিত্রে অভিনয় করবেন শর্মিলা ঠাকুর, তার মেয়ের চরিত্রে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শর্মিলা ঠাকুরের জামাই-এর ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে।

এই সিনেমা প্রসঙ্গে শর্মিলা ঠাকুর বলেন, ‘বাংলা সিনেমার প্রস্তাব যখনই আসে ভালো লাগে। ১৪ বছর পর বাংলা সিনেমা করছি ঋতুর হাত ধরে। এই সিনেমার গল্প আমায় নাড়িয়ে দেয়। সুমন যখন আমায় চিত্রনাট্য শোনান, সেটা শোনার পরই আমার মনে হয়েছিল এই সিনেমাটা আমার করা উচিত।’

জানা যাচ্ছে, ‘পুরাতন’ সিনেমার সঙ্গীত পরিচালনায় দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। আগামী ৮ ডিসেম্বর শর্মিলার জন্মদিনে শুরু হবে শুটিং। যে কারণে কলকাতা আসবেন শর্মিলা। কলকাতা ছাড়াও আরও বেশকিছু জায়গায় এই সিনেমার শ্যুট হবে। সিনেমার প্রযোজনা করছে ঋতুপর্ণার ‘ভাবনা আজ ও কাল’।

বউয়ের মুখ থেকে যে কথা শুনতে চান স্বামী

উল্লেখ্য, সম্প্রতি ইন্দ্রাশীষ আচার্যর সিনেমাতে এক সঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা-ইন্দ্রনীল। শোনা যাচ্ছে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘কাবুলিওয়ালা’ সিনেমার শুটিং শেষ করেই শর্মিলা ঠাকুরকে নিয়ে ‘পুরাতন’-এর কাজে হাত দেবেন সুমন ঘোষ।