আবারো দুঃসংবাদ, প্রিয়জন হারালেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: সময়টা একদমই ভালো যাচ্ছে না টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছেন এই টালি কুইন।

সম্প্রতি বিমান বিতর্ক নিয়ে বেশ আলোচনায় ছিলেন ঋতুপর্ণা। বিতর্কের সুরাহা হতে না হতেই এবার দুঃসংবাদ দিলেন এ অভিনেত্রী। ছোটবেলার বান্ধবী ইন্দুমতিকে হারিয়েছেন ঋতুপর্ণা। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ইন্দুমতি।

সামাজিক যোগযোগমাধ্যমে তাদের ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন ঋতুপর্ণা। সঙ্গে বান্ধবী ইন্দুমতির বর্তমান একটি ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ক্যানসারের কারণে ছোটবেলার আমার প্রিয় বান্ধবীকে হারালাম। গভীরভাবে শোকাহত। ওর আত্মার শান্তি কামনা করি। আমাদের শৈশব ছিল নির্দোষতা ও সরলতায় পরিপূর্ণে সেরা। ইন্দুমতি আমাদের চিরসবুজ শৈশবের স্মৃতিতে তোমাকে সারাজীবন মনে রাখব।’

এর আগে ঋতুপর্ণার বিমান বিতর্ক বেশ চর্চিত বিষয় ছিল টালিপাড়ায়। আহমেদাবাদের বিমান ধরার জন্য বোডিংয়ের সময় ৪০ মিনিট দেরিতে আসায় বিমানে উঠতে দেওয়া হয়নি তাকে। সে নিয়ে বিমান কর্তৃপক্ষ ‍ও ঋতুপর্ণার মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ছিল খবরের শিরোনামে। পরবর্তীতে টুইট করে ঋতুপর্ণার কাছে ক্ষমাও চেয়েছিলেন বিমান কর্তৃপক্ষ।

ভারতীয় বাংলা সিনেমার প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে বাণিজ্যিক ধারার সিনেমার পাশাপাশি ভিন্নধারার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। অভিনয়গুণে আজও ধরে রেখেছেন নিজের জনপ্রিয়তা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ঋতুপর্ণা। প্রায় নিজের নতুন ছবি ও ভিডিও শেয়ার করেন ভক্তদের জন্য।

‘মহব্বতে’ সিনেমার সেই প্রীতিকে মনে আছে?বর্তমান চেহারা দেখলে চোখ ফেরাতে পারবেন না