বিনোদন ডেস্ক : দেরি করে পৌঁছানোয় বিমানে উঠতে দেওয়া হয়নি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তার ফলে সময় মতো শ্যুটিংয়ে পৌঁছতে পারেননি তিনি। ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়ে বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ঋতুপর্ণা।
এই পোস্টটির কয়েক ঘণ্টা পরে টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছেন। যেখানে লেখা, ‘ট্রেন হোক বা প্লেন, নিয়ম তো সবার জন্য এক মামা’। সেই পোস্টের নিচে তিনি ঋতুপর্ণার পোস্টকে ‘রচনা’ বলেও রসিকতা করেছেন।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে শ্রীলেখা বললেন, ‘‘আমার জন্যও একবার বিমান দাঁড়ায়নি। কারণ আমি সময় মতো পৌঁছতে পারিনি বোর্ডিং গেটে। নির্ধারিত সময় বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম কিন্তু আমি উপরে ছিলাম। নিচে ছিল বোর্ডিং গেট।
আমার নাম ধরে ডেকেওছে। কিন্তু শুনতে পাইনি। তাই সময় মতো গেটে উপস্থিত হতে পারিনি। বিমান উড়ে গিয়েছে আমাকে ছাড়াই। কিন্তু আমি ‘শ্রীলেখা মিত্র’ বলে কোনও পোস্ট দেওয়ার কথা মাথায় আসেনি তখন। আসবেও না। তুমি যে-ই হও না কেন, কারও জন্য নিয়ম বদলাবে না।’’
ঋতুপর্ণার নাম না নিয়েই শ্রীলেখা জানালেন, সকলেরই গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকে। তাই সময় মতো পৌঁছাতে হয়। না হলে বিমান দাঁড়াবে না। কারও জন্য অপেক্ষা করবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।