ব্লাউজ ছাড়াই শাড়ি পরলেন ঋতুপর্ণা, নেট দুনিয়া কাঁপাচ্ছে এই ভিডিও

ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : গতবার নববর্ষ উপলক্ষে টলিউড তারকরা সকলেই ট্রাডিশনাল বাংলার সাজে সেজে ধরা দিয়েছিলেন ক্যামেরার পর্দায়। তবে কিছুটা ব্যতিক্রমীভাবে নিজেকে ক্যামেরার সামনে মেলে ধরলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বাংলার হারিয়ে যাওয়া পাছাপেড়ে শাড়ি পরে সম্প্রতি একটি ফটোশুট করেন। এই শাড়ির সঙ্গে ব্লাউজ পরেননি অভিনেত্রী।

ঋতুপর্ণা

সরু কালো পাড়ের সাদা শাড়ি‌ পরেছিলেন ঋতুপর্ণা। তার শাড়িতে লাল রঙের কলকার ডিজাইন রয়েছে। লিনেনের তৈরি এই শাড়ির সঙ্গে সাদা রঙের টিউব টপ পরেছিলেন তিনি। সঙ্গে গয়না বলতে ছিল অক্সিডাইজড চোকার, হাতে অক্সিডাইজড বালা এবং কানেও অক্সিডাইজড ইয়ার রিং। চোখে কাজল এবং ন্যুড শেডের লিপস্টিকে তিনি তার মেকআপ সম্পূর্ণ করেছেন।

চুলগুলো আলগা করে খোঁপায় বেঁধে রেখেছেন ঋতুপর্ণা। মুখের চারপাশ দিয়ে ছড়িয়ে পড়ছে কিছু ফ্রিঞ্জ। পুরনো দিনের স্টাইলের বাড়ির দরজায় দাঁড়িয়ে, কখনও আবার আরাম কেদারায় গা এলিয়ে এই ছবিগুলি তুলেছেন ঋতুপর্ণা। তারপর বেশ কিছু ছবি নিয়ে কোলাজ করে বানিয়ে ফেলেছেন একটা রিল ভিডিও। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই হু হু করে ভাইরাল হয়।

বাংলায় প্রায় হারিয়ে যেতে বসা পাছাপেড়ে শাড়ি নতুনভাবে আবারও সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী। এই সুযোগ পেয়ে তিনি তার উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। শাড়ির ডিজাইন করেছেন শৈবাল বসু। আনন্দবাজারের হয়ে ফটোশুট করার এই সুযোগ পেয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এই গ্রামের সব মেয়েরাই সুন্দরী, গর্ভবতী হন ৯০ বছর বয়সেও

এই ভিডিওটি শেয়ার করে ঋতুপর্ণা সকলকে সুপ্রভাত লিখে জানিয়েছেন, পাছাপেড়ে শাড়ির আলাদাই সৌন্দর্য আছে। উল্লেখ্য আর কিছুদিনের মধ্যেই ঋতুপর্ণাকে নতুন একটি বাংলা ছবিতে অভিনয় করতে দেখতে পাবেন তার ভক্তরা। ‘শিকার’ নামের এই ছবিটি সাসপেন্স থ্রিলার ধর্মী ছবি। এছাড়াও ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘স্পর্শ’তেও তার দেখা মিলবে।