আন্তর্জাতিক ডেস্ক : পাহাড়ের পাশঘেঁষে বয়ে যাচ্ছে এক বিচিত্র নদী। তবে এতে নেই পানির প্রবাহ। এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আগ্নেয়গিরি ও লোহিত লাভা। দূর থেকে দেখতে এ যেন দৃষ্টিনন্দন আগুনের নদী!
গত বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। শুক্রবার পর্যন্ত এটি রেকর্ড পরিমাণ লাভা নির্গত করেছে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, এ অগ্ন্যুৎপাতের এক দিন পর থেকে লাভার প্রবাহ শুরু হয়। লাভার স্রোত আইসল্যান্ডের গ্রিনডাভিস শহরে আঘাত হানে। তবে আগে থেকে লোকজনকে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্তত চার হাজার মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছেন।
অগ্ন্যুৎপাতের জেরে আগ্নেয়গিরিতে দুই কিলোমিটার দীর্ঘ একটি ফাটল দেখা দিয়েছে। এ ফাটল থেকে ঊর্ধ্বে উঠে আবার ভূপৃষ্ঠে আছড়ে পড়ছে লাভা। এ যেন ‘প্রকৃতির আতশবাজি।’ রাতে এ দৃশ্য অনন্যসুন্দর আবহ সৃষ্টি করে। আগ্নেয়গিরির কারণে পার্শ্ববর্তী ব্লু লেগুন নামের জনপ্রিয় স্পা সেন্টার বন্ধ রাখা হয়েছে। ওই এলাকায় পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না।
গত ডিসেম্বর থেকে পঞ্চমবারের মতো আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত হলো। অগ্ন্যুৎপাতের স্থান থেকে আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিক মাত্র ৩০ মাইল দূরে। এ থেকে সৃষ্ট গ্যাসের কারণে রাজধানীর বাতাস দূষিত হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, সুন্দনুকুর নামের ওই আগ্নেয়গিরিটি ৮০০ বছর সুপ্ত অবস্থায় ছিল। তিন বছর আগে এটি সক্রিয় হয়।
সূত্র: ওয়েদার ডটকম, আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।