বিনোদন ডেস্ক : আমি রিয়া মণিকে বিয়ে করিনি। সে আমার সহশিল্পী, অনেক ইউটিউবার আমাকে এসব ফালতু প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় ফেলে। এসব ঠিক না। এমনটাই বলছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
ভাইরাল দম্পতি মুশতাক-তিশা, ডা. সাবরিনার পর এবার আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে ‘ভুয়া ভুয়া’, ‘ছিঃ ছিঃ’ বলে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করে দর্শনার্থীদের একাংশ।
এটাকে এক ধরনের হয়রানি মনে করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আর এজন্য আজ ডিবি কার্যালয়ে গিয়েছিলেন আলোচিত এই অভিনেতা। সেখান থেকে বেরোতেই নাকি ইউটিউবারদের প্রশ্নে বিব্রত হন। হিরো আলম বলেন, এরা উল্টপালটা প্রশ্ন করে। এসব ঠিক না।
দুজনকে ঘনিষ্ঠভাবে দেখা যায়, এর উত্তর কী এমন প্রশ্নের জবাবে বলেন, ওসব শুটিং। শুটিং এর জন্য দৃশ্য ধারণ করার ভিডিও ওসব।
এদিকে, শুক্রবার মেলায় উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। এ সময় নিজের ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’ শীর্ষক বইটি পাঠকদের কিনতে উৎসাহিত করছিলেন হিরো আলম। হঠাৎ একদল দর্শনার্থী তাকে দুয়োধ্বনি দিয়ে তাড়া করেন।
একপর্যায়ে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে হিরো আলমকে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন। প্রত্যক্ষদর্শীদের অনেকে বলেন, কিছু মানুষ যা ইচ্ছা করে ভাইরাল হয়। তারপর বই প্রকাশ করতে আসে। এজন্যই তাকে দুয়োধ্বনি দিয়ে তাড়িয়ে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।