অনুশীলনে চোট রিয়াদের

মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচকে সামনে রেখে রোববার (০১ অক্টোবর) অনুশীলনে নেমেছিল লাল-সবুজেরা। সেই অনুশীলনে চোট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ রিয়াদ

মূলত মাহমুদউল্লাহসহ চারজন আলাদা করে ব্যাটিং অনুশীলন করেন। নেটে ব্যাটিং করতে গিয়ে একটি বল লেগেছিল রিয়াদের হাতে। সেখানে কোনো গার্ড না থাকার কারণে হাতে আঘাত পান অভিজ্ঞ এই ক্রিকেটার। এতে ব্যথা অনুভব করেন তিনি।

এরপর সেখানে উপস্থিত হয়ে মাহমুদউল্লাহর চোট পরখ করেন ফিজিও। ধারণা করা হচ্ছে, রিয়াদের এই চোট গুরুতর নয়। সব ঠিক থাকলে আজকের (০২ অক্টোবর) প্রস্তুতি ম্যাচেও তাকে দেখা যাবে।

এর আগে, একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের বড় জয়ে ভালোই প্রস্তুতি সেরেছে টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন না লিটন-তামিম

এদিকে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বিশ্বকাপের বাকি ৯ দলের বিপক্ষে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।