বিনোদন ডেস্ক : চিত্রনায়ক রিয়াজ সিনেমা নির্মাণে আগ্রহী। তবে তা নিজের প্রযোজনায় করতে চান। অন্যের প্রযোজনায় করতে চান না এ কারণে যে, তাদের লগ্নিকৃত অর্থ ফেরত দেয়ার একটা চাপ থাকে। এ চাপ নিতে তিনি আগ্রহী নন। ফলে নিজের বিনিয়োগে তিনি সিনেমা নির্মাণ করতে চান।
রিয়াজ বলেন, সিনেমা নির্মাণের আগ্রহ আমার আছে। তবে অন্যের প্রযোজনায় সিনেমা নির্মাণ করতে আগ্রহী নই। কারণ, সিনেমা নির্মাণ করার পর প্রযোজকের অর্থ ফেরত দেয়ার গ্যারান্টি আমি দিতে পারবোনা। যদি সেই গ্যারান্টিই না দিতে পারি, তাহলে নিজের প্রযোজিত সিনেমার দিয়েই সিনেমার পরিচালক হিসেবে আত্নপ্রকাশ করবো। তখন অর্থ ফেরত দেয়ার কোনো চাপ থাকবে না। কাজটিও মনোযোগ দিয়ে করতে পারব।
তিনি বলেন, আমার ইচ্ছা এমন একটি সিনেমা নির্মাণ করা যেখানে দেশ প্রেম থাকবে, সাধারণ মানুষের জীবনের গল্প থাকবে।
রিয়াজ বলেন, এখন চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন-এ যোগ দেয়ার পর তা দর্শকের কাছে কীভাবে আরো গ্রহণযোগ্য করে তোলা যায়, তা নিয়ে কাজ করছি। তাই আপাতত অভিনয়েও সময় দিতে পারছি না। ভালো গল্প পেলে অভিনয় করবেন কিনা এমন প্রশ্নের জবাবে
রিয়াজ বলেন, ভালো গল্পের কোনো সংজ্ঞা নেই আমার কাছে। তবে ভালো সিনেমায় আমি অভিনয় করতে চাই, করবো। দীর্ঘদিন ধরেই একটি ভালো সিনেমায় অভিনয়ের গ্যাপ আছে আমার। আমি কী ধরনের ভালো সিনেমাতে অভিনয় করতে চাচ্ছি তা দর্শক ভালো বুঝতে পারছেন। কোনো অতিথি চরিত্র না। আপাতত আমি আমার উপর অর্পিত দায়িত্বটাই যথাযথভাবে পালন করতে চাই। আইস্ক্রিন নির্দিষ্ট কোনো বয়সের র্দশকের, নির্দিষ্ট কোনো শ্রেণীর দর্শকের জন্য নয়, বরং আপামর জন সাধারনের জন্য আইস্ক্রিন’কে গড়ে তোলার চেষ্টা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।