আন্তর্জাতিক ডেস্ক : ভাইরাল ভিডিও এক যুবকের। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। কিন্তু, সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা বেশ অদ্ভুত ধরনের। এক যুবক হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরে বেরাচ্ছেন রাস্তায় রাস্তায়। কিন্তু, তাঁর প্ল্যাকার্ডে যা লেখা রয়েছে, তা চমকে দিয়েছে সকলকে। ওই প্ল্যাকার্ডে লেখা রয়েছে, “DONATE ME A GIRLFRIEND।”
আলিপুরদুয়ার শহরের সেই যুবকের একটি ভিডিও ভাইরাল হয়ে হয়েছে ব্যাপক ভাবে। ভাইরাল সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে, “দে দে পেয়ার দে” গানের সঙ্গে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার ছবি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে ফেসবুকে। @AbCdZeroooo নামের একটি প্রোফাইল থেকে ফেসবুকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও।
সেই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, “Single এর শেষ পর্যায়ে আসার পর।” সেখানে দেখা যাচ্ছে যে, একজন যুবক সাদা টি-শার্ট এবং চোখে সবুজ রঙের একটি সানগ্লাস পড়ে দাঁড়িয়ে রয়েছেন।
ওই যুবকের হাতে ধরা একটি প্ল্যাকার্ড, যেখানে আবার লেখা রয়েছে “DONATE ME A GIRLFRIEND” অর্থাৎ ‘আমাকে একটা গার্লফ্রেন্ড দান করুন।’ আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় সেই ভিডিও তোলা হয়েছে।
জানা গিয়েছে যে, কাতর আবেদন করা ওই যুবকের নাম সুমন সরকার। তিনি আলিপুরদুয়ার শহরের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর একটি ভিডিও নিয়েই উত্তাল হয়ে উঠেছে নেটদুনিয়া।
কিন্তু, এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘোরার পরিকল্পনা ওই যুবকের মাথায় কী করে এলো? সেই প্রশ্নের জবাবে সুমন জানিয়েছেন যে, “ভিন্ন রকমের কনটেন্ট যদি বানানো হয়, তবে তা খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মানুষকে আনন্দ দিতে সক্ষম হয়।
আমিও অনেকদিন ধরে এমন ভিডিও বানিয়ে চলেছি যা সকলের বেশ পছন্দ হয়। এছাড়া প্রেমিকা কেই বা না চায় বলুন? আমারও এবার একটা গার্লফ্রেন্ডের দরকার।” ওই যুবকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করছেন। এক নজরে দেখে নিন সেই ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই যুবক আবার ইউটিউব স্টার ‘BB ki Vines’ খ্যাত ভুবন বামের খুব বড় ফ্যান। কলেজ পড়ুয়া সুমনের অনেকদিন ধরেই শখ ইউটিউবে ভুবনের মত বড় স্টার হওয়া। এর জন্য তিনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন। এর মধ্যেই তাঁর একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।