ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে নিজের শরীরে সংখ্যা লেখে অভিনব প্রতিবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রীরা। এবার নারীরা রাস্তায় হেনস্তার হওয়ার প্রতিবাদে সরব হলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কেবল তাই নয়, এ পরিস্থিতি কীভাবে সামাল দেবেন, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।

বহু বছর ধরে একটি বিউটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন ঐশ্বরিয়া। এ ব্র্যান্ডের স্ট্যান্ডআপ প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। এ ব্র্যান্ডের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও বার্তায় পথে-ঘাটে নারী হেনস্তার প্রতিবাদের পথ বাতলে দিতে গিয়ে প্রথমে প্রশ্ন ছুড়ে দিয়ে ঐশ্বরিয়া বলেন, “চোখের দিকে তাকানো এড়িয়ে চলবেন?”
এরপর ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, “না। সরাসরি সমস্যার দিকে তাকান। মাথা উঁচু করে চলুন। নারীত্ব ও নারীবাদ—আমার শরীর, আমার সম্পদ। আপনার মূল্য কখনো কমতে দেবেন না। নিজের মূল্য নিয়ে কোনো আপস নয়। নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগবেন না। নিজের মূল্যবোধের পাশে দাঁড়ান। আপনার পোশাক বা লিপস্টিককে দোষারোপ করবেন না। পথে-ঘাটে হেনস্তার জন্য আপনি কখনো দায়ী নন।”
ঐশ্বরিয়ার এই বার্তাকে সাধুবাদ জানিয়েছেন অসংখ্য নেটিজেন। অনেকেই জানিয়েছেন, এটি এমন একটি সমস্যা যার মুখোমুখি প্রতিদিন হতে হয়। অথচ খুব কমই খোলামেলা আলোচনা হয়। একজন লিখেছেন, “স্ট্রিট হ্যারাসমেন্ট খুবই বাস্তব। এ নিয়ে যথেষ্ট কথা বলা হয় না। দারুণ লেগেছে।” আরেকজন লেখেন, “এটি তরুণী ও নারীদের জন্য অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বার্তা।” অন্যজন লেখেন, “মেয়েদের জন্য দারুণ অনুপ্রেরণা।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
ব্যক্তিগত জীবনে অভিষেক বচ্চনের সঙ্গে ঘর বেঁধেছেন ঐশ্বরিয়া। এ দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন। গত কয়েক বছর ধরে অভিনয়ে দেখা যাচ্ছে না তাকে।
ঐশ্বরিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পোনিয়িন সেলভান: টু’। ২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পায় মনি রত্নম পরিচালিত আলোচিত এই সিনেমা। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয় তামিল ভাষার এই সিনেমা। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



