বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তিলোত্তমা সোম। হিন্দি সিনেমার পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেত্রী। ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী দিল্লিতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। সেই স্মৃতি এখনো তাকে পীড়া দেয়।
কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাই-কে সাক্ষাৎকার দিয়েছেন তিলোত্তমা। এ আলাপচারিতায় ভয়ংকর সেই স্মৃতিচারণ করেছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিলোত্তমা বলেন, ‘শীতের সন্ধ্যায় দিল্লির রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কোনো বাস পাচ্ছিলাম না। ওই জায়গাটা বেশ অন্ধকার ছিল। হঠাৎ একটি গাড়ি আমার কাছে এসে দাঁড়ায়। এরপর গাড়ি থেকে ৬ জন ছেলে নেমে আসে। স্বাভাবিকভাবে আমি সরে দাঁড়াই।’
গাড়ি থেকে নেমে ছেলেগুলো তিলোত্তমাকে উত্যক্ত করতে শুরু করে। তা জানিয়ে ‘মনসুন ওয়েডিং’খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘ছেলেগুলো আমাকে উত্যক্ত করতে শুরু করে। কেউ কেউ আমার দিকে ছোট ছোট পাথর ছুড়ে মারে। আমি সেখান থেকে আরো দূরে গিয়ে দাঁড়াই। এক পর্যায়ে আমার মনে হলো, জায়গাটি আমার ত্যাগ করা উচিত। আমি দৌড়ি পালানোর কথা ভাবি। কিন্তু মনে হলো, ওরা গাড়ি দিয়ে আমাকে ধরে ফেলবে। এরপর রাস্তার মাঝে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই।’
ভাবনা অনুযায়ী রাস্তার মাঝে দাঁড়ান তিলোত্তমা। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘রাস্তার মাঝে দাঁড়িয়ে গাড়ি থামানোর জন্য হাত দিয়ে ইশারা করি। বেশ কটি গাড়ি উপেক্ষা করে চলে যায়। মেডিক্যাল স্টিকারযুক্ত একটি গাড়িকে ইশারা করলে সেটি থামে। এরপর দ্রুত গাড়িটির সামনে সিটে গিয়ে বসি। কিন্তু এরপর যা ঘটে তার জন্য প্রস্তুত ছিলাম না।’
ভয়ংকর সেই ঘটনার বর্ণনা দিয়ে তিলোত্তমা বলেন, ‘গাড়িতে উঠার পর অল্প একটু গিয়েছি। তারপরই লোকটি আমার হাত ধরে এবং সে তার প্যান্টের চেন খুলে ফেলে। আমি বুঝতে পারি সে কি করতে চাচ্ছে। ওই সময়ে লোকটি আমার হাত চেপে ধরে। আর আমি তাকে আঘাত করার মতো কিছু একটা করি। আমি জানি না, ঠিক কি করেছিলাম। কিন্তু লোকটি গাড়ি থামিয়ে ছিল। কারণ কিছু একটা ঘটেছিল। পরে লোকটি আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে।’
এ পরিস্থিতিতে ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন তিলোত্তমা। কিন্তু লড়াই করার মানসিকতার কারণে এ বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছিলেন বলে মন্তব্য করেন তিলোত্তমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।