জুমবাংলা ডেস্ক : মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।
খালেদা জিয়ার গুনশান-১ এর বাসা ফিরোজা হতে বিমানবন্দর যাওয়ার রোডম্যাপ প্রকাশ করেছে বিএনপি।
ওই রোডম্যাপে দেখা যায়, বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া তার গুলশান-১ এর বাসা হতে প্রথমে গুলশান-২ এর মোড় হয়ে বনানী কাকলী যাবেন। এর পর বিমানবন্দর সড়ক দিয়ে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।