ই-সিম চালু করলো রবি

ই-সিম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের জন্য “এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল সিম কার্ড” বা ই-সিম ব্যবস্থা চালু করেছে রবি। ফলে রবির গ্রাহকরা দেশের যেকোনো রবি সেন্টারে গিয়ে ই-সিমে মাইগ্রেট করাতে পারবেন।

ই-সিম

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এমন তথ্য জানিয়েছে রবি।

ই-সিম ব্যবহার করে রবির সব প্রি-পেইড ও পোস্ট-পেইড গ্রাহকরা সরাসরি তাদের স্মার্টফোন থেকে কাঙ্ক্ষিত রবির পণ্য ও সেবাগুলো সক্রিয় করতে এবং উপভোগ করতে পারবেন।

নতুন এই সিমটি প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের বদলে সরাসরি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকবে। শুধুমাত্র ইনস্টল করা নির্দিষ্ট ডিভাইসেই এই ই-সিম ব্যবহার করা যাবে।

প্রসঙ্গত, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করেছে। তবে, অল্প কিছু সংখ্যক মডেলের ডিভাইসেই ই-সিম ব্যবহার করা যাবে।

ই-সিম বা এমবেডেড-সিম এমন একটি সিম কার্ড যা ম্যানুয়াল সন্নিবেশের প্রয়োজন ছাড়াই ইলেকট্রনিকভাবে একটি মোবাইল ফোনে প্রোগ্রাম করা যায়। এটি একটি সাধারণ সিমের মতোই কাজ করে, তবে এর জন্য কোনো ফিজিক্যাল কার্ডের প্রয়োজন হয় না। শুধুমাত্র ই-সিম সমর্থন করে এমন ডিভাইসগুলোতেই এই সিম কাজ করবে।

ভারতসহ প্রতিবেশী কয়েকটি দেশও ইতোমধ্যে এই পরিষেবা চালু করেছে।

এবার ৬জি নেটওয়ার্ক চালু করার ঘোষণা দিল যে দেশ