জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনে রবিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আগামী রবিবার (৩০ জুলাই) ওই এলাকায় অবস্থিত ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনা সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বাংলাদেশের ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এর পরিচালক আরিফ হোসেন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৬ জুলাই তারিখের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ শূন্য আসনে নির্বাচন উপলক্ষ্যে ৩০ জুলাই তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা/উপশাখা বন্ধ থাকবে।
চট্টগ্রাম-১০ আসনটি (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) চট্টগ্রাম শহরের চট্টগ্রাম সিটি কর্পোরেশন ০৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।