নতুন প্রজন্মের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে ‘অনার’। এর মাথায় থাকবে রোবট-ক্যামেরা, যা নিজে থেকেই ঘাড় ঘুরিয়ে ছবি তুলতে সক্ষম। সংশ্লিষ্ট ডিভাইস ব্যবহারে গ্রাহক কোন কোন সুবিধা পাবেন এবং কোথায় থাকতে পারে অসুবিধা—তা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

স্মার্টফোনের মাথায় রোবট-ক্যামেরা যুক্ত হওয়ায় এটি যে দিকে ইচ্ছে ঘাড় ঘুরিয়ে ছবি তুলতে পারে। এতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি, ফলে ছবি তোলার সময় ক্যামেরা নিজেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। টেক দুনিয়ায় সম্ভাব্য বিপ্লব আনার লক্ষ্যে এমন স্মার্টফোন তৈরির পরিকল্পনা প্রকাশ্যে আনল ‘অনার’। রাতারাতি নতুন অবয়বে বদলে যাওয়া এই প্রযুক্তি সত্যিই সাধারণ ব্যবহারকারীর জন্য কতটা সুবিধা আনবে, আর কোন অংশে ঝুঁকি রয়েছে—তা নিয়ে চলছে আলোচনা।
সম্প্রতি প্রস্তাবিত রোবট-স্মার্টফোনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করেছে স্মার্টফোন নির্মাতা সংস্থা অনার। সেখানে ফোনের মাথায় স্থাপিত একটি ‘গিম্বল’ ক্যামেরা দেখা যায়, যা ভিডিয়ো বা ছবি তোলার সময় নিজে থেকেই সব কিছু অ্যাডজাস্ট করতে পারে। ফলে কোন দিক থেকে ছবি তুললে সেরা আউটপুট পাওয়া যাবে—এ নিয়ে ব্যবহারকারীকে আলাদা করে ভাবতে হয় না।
কৃত্রিম মেধা যুক্ত হওয়ায় এই রোবট-ক্যামেরা প্রয়োজন অনুযায়ী ঘাড় ঘুরিয়ে চারদিকে দেখতে পারে। নির্দেশ পেলেই মুহূর্তে সেলফি তোলাও সম্ভব। এক কথায়, এটি যেন তৃতীয় নয়নের মতো চারদিকে নজরদারি বা ট্র্যাকিং চালাতে সক্ষম। তবে এর পরেও ব্যবহারের সুবিধা নিয়ে গ্যাজেট বিশেষজ্ঞদের একাংশের মনে সন্দেহ রয়েছে।
তাঁদের মতে, কয়েকটি বিষয় চিন্তার কারণ হতে পারে। প্রথমত, এমন ডিভাইস পরিচালনায় ব্যাটারি খরচ বাড়বে উল্লেখযোগ্যভাবে, ফলে ফোনকে বেশি বার চার্জ দিতে হতে পারে। দ্বিতীয়ত, রোবট-ক্যামেরার জটিল কাঠামোর কারণে ফোনের ভিতরে ধুলো-ময়লা ঢোকার সম্ভাবনা থাকে। পাশাপাশি, হাত থেকে পড়ে গেলে ক্যামেরার ক্ষতি হলে সারাইয়ের খরচও বেশ চড়া হতে পারে।
বিশ্লেষকদের আরেকাংশ এই রোবট-ক্যামেরার সঙ্গে কয়েক বছর আগে জনপ্রিয় হওয়া পপ-আপ ক্যামেরার তুলনা করেছেন। তাঁদের দাবি, অনার প্রস্তাবিত প্রযুক্তি আসলে ওই পপ-আপ মডিউলের উন্নত সংস্করণ। এ ধরনের ডিভাইসের দাম স্বাভাবিকভাবেই বেশি হবে, ফলে ফোনটি বাজারে এলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ব্যবহারকারীরা কতটা কিনতে পারবেন তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



