বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জীবনকে সহজ করে তুলতে মানুষ প্রতিনিয়তই কিছু না কিছু আবিস্কার করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে গড়ে তোলা অসংখ্য যন্ত্রের মধ্যে অন্যতম রোবট। অনেক কাজই করা হচ্ছে রোবট ব্যবহার করে। তবে এবার ব্যতিক্রমী কাজে লাগানো হচ্ছে এই যন্ত্রমানবকে। রোবট দিচ্ছে আইনি পরামর্শ।
মানুষকে সহজে ও দ্রুত আইনি পরামর্শ দিতে বিশেষ অ্যাপের সহায়তায় কাজ করে এই রোবট। ফোন, ট্যাব বা কম্পিউটার ব্যবহার করে রোবট উকিলের সাহায্য বা পরামর্শ নেওয়া যায়।সূত্র: ডয়চে ভেলে
নাদিয়া নামের বিশেষ এই রোবট উদ্ভাবন করেছেন কেনিয়ার তরুণ প্রকৌশলী হারমোন গ্রেভার। এটি যে কোনো আইনি সহায়তা দিতে পারে। যারা টাকার অভাবে আইনি সহায়তা নিতে পারেন না, তাদের জন্য এটি সুখবর বয়ে এনেছে। গ্রেভার বলেন, এটি ব্যবহার করা সহজ এবং ধাপে ধাপে কাজ করা সম্ভব। রোবটটি ২৪ ঘণ্টাই মানুষকে সাহায্য করতে পারবে।
কেনিয়ার স্থানীয় ভাষাসহ বেশ কয়েকটি ভাষায় কাজ করতে পারে যন্ত্রমানবটি। টেক্সট মেসেজ, ভয়েস মেসেজসহ ভিডিও কলের মাধ্যমে এটি সেবা দিতে পারে। গ্রেভার বলেন, রোবটটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে কাজ চলছে। আইনি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে এই যন্ত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।