আন্তর্জাতিক ডেস্ক : দুবাইতে খাবার ডেলিভারির কাজ করবে রোবট। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক যাত্রা হবে মুক্ত বাণিজ্য অঞ্চল দুবাই সিলিকন ওয়েসিসে। দুবাইয়ের সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং সমন্বিত অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। রোবটটির নাম দেয়া হয়েছে ট্যালাবটস। খবর অ্যারাবিয়ান বিজনেস।
২০৩০ সালের মধ্যে ২৫ শতাংশ যানবাহন যাতায়াত স্মার্ট এবং ড্রাইভারবিহীন করার উদ্যোগ নিয়েছে দুবাই সরকার। এর সঙ্গে যুক্ত হল ট্যালাবটস প্রজেক্ট।
প্রাথমিকভাবে দুবাই সিলিকন ওয়েসিসের সিডার ভিলার বাসভবনগুলোতে তিনটি ট্যালাবটসকে খাবার সরবরাহ করেতে দেখা যাবে। উচ্চ প্রযুক্তিসম্পন্ন এসব রোবট তিন কিলোমিটার দূরত্ব পর্যন্ত খাবার ডেলিভারি করতে পারবে। ১৫ মিনিটের মধ্যে এ কাজ সম্পন্ন করবে ট্যালাবটস।
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ট্যালাবটস নিকটস্থ রেস্তোরাঁয় অর্ডার দেয়া খাবার সংগ্রহ করবে। তা নিয়ে সিডার ভ্যালির গ্রাহকদের দরজায় পৌঁছে দেবে। অ্যাপের মাধ্যমে গ্রাহকরা রোবটের গতিবিধি সম্পর্কে জানতে পারবেন। দরজায় রোবটের উপস্থিতিও তাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। পৌঁছার পর গ্রাহককে ট্যালাবটস অ্যাপে দেখানো নির্দেশনা অনুসরণ করে খাবার সংগ্রহ করতে হবে।
ডেলিভারি ব্যবস্থাকে টেকসই করার লক্ষ্যে ট্যালাবটস কর্মসূচি গ্রহণ করেছে দুবাই সরকার। পরবর্তী প্রজন্মের ডেলিভারি রাইডারদের পাশাপাশি নিকটবর্তী এলাকায় ডেলিভারি দেবে ট্যালাবটস। এ রোবটগুলো পরিবেশবান্ধব। কার্বন নিঃসরণের হার শূন্য।
ট্যালাবটস ইউএইর ব্যবস্থাপনা পরিচালক তাতিয়ানা রাহাল বলেন, ‘অনলাইন ফুড ডেলিভারি এবং স্মার্ট মোবিলিটির দিকে এটি বড় একটি পদক্ষেপ। ট্যালাবটস উন্মোচন করতে পেরে আমরা রোমাঞ্চিত ও গর্বিত। ২০২০ সালে দুবাই এক্সপোতে এটি প্রথম প্রদর্শিত হয়েছিল। ভালো সাড়া পেয়েছিল। দুবাই সিলিকন ওয়েসিসের বাসভবনগুলোতে টেকসই এবং অবাধ ডেলিভারি নিশ্চিত করবে ট্যালাবটস।’
দুবাই সড়ক পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) প্রধান নির্বাহী আহমেদ বাহরোজিয়ান জানান, স্বয়ংক্রিয় যাতায়াত ব্যবস্থা তৈরিতে প্রয়োজনীয় উদ্ভাবন, সমন্বয় এবং প্রাসঙ্গিক দক্ষতা তৈরিতে আরটিএ কাজ করে যাচ্ছে। এরই একটি অংশ হিসেবে ট্যালাবটস যাত্রা করছে।
সংযুক্ত আরব আমিরাতের আইনে ব্যক্তিগত এবং সাম্প্রদায়িক গোপনীয়তা রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। সে কারণে ট্যালাবটসে মানুষের মুখ শনাক্ত করার কোনো প্রযুক্তি নেই। ট্যালাবটসকে গ্রাহকবান্ধব করার জন্য এতে অনেকগুলো সেন্সর আছে। পথিমধ্যে যেকোনো প্রতিবন্ধকতাকে তারা সহজে চিহ্নিত করে তা দূর করতে পারবে। রাস্তায় পথচারী ও পোষা প্রাণীদের থেকে নিরাপদ দূরত্বও বজায় রাখবে।
ইরানি মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন পতন, ১ ডলারে মিলছে ৫ লাখ রিয়াল!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।