রচনার হাত থেকে ফোন নিয়ে যা করলেন রাহুল

Rochona

বিনোদন ডেস্ক : চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। পার্লামেন্টে পা রাখতেই ছবি তুলে মঙ্গলবার (২৫ জুন) ফেসবুকে তা শেয়ার করেছিলেন তিনি। তবে তার আরেকটি ছবি সমাজমাধ্যমে ঝড় তুলেছে।

Rochona

রচনা ব্যানার্জি হুগলি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ। রচনা ছাড়াও বলিউডের অভিনেত্রীরা সাংসদ হয়েছেন।

এদিকে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রয়েছেন রাহুল গান্ধী। সম্প্রতি রচনার সঙ্গে এক ফ্রেমে বন্দী হয়েছেন তিনি। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে আমি নিজের একটি ছবি তুলছিলাম। তখন উনি নিজে এসেই বললেন, আমি তোমার ছবি তুলে দিচ্ছি। আমার তো ভীষণ মাটির মানুষ মনে হলো ওকে। ব্যক্তিগত স্তরে তাকে চিনি না, তবে মনে হল মানুষটি খুব ভাল।’

অভিনেত্রী বললেন, ‘শুধু ছবি তুললে হবে না। কাজটা করতে হবে। সংসদে কথা বলতে হবে। যাতে হুগলির সমস্যাগুলো সমাধান হয়। সাহায্য কতটা পাব, জানি না! কিন্তু আওয়াজ তুলতে হবে। সবে কাজ শুরু করেছি। প্রথমেই তো গোল মারা যায় না। একটু সময় নিয়ে দেখেবুঝে নিই সবটা।’

রচনা বলেন, পুরানো পার্লামেন্ট আমি দেখিনি। আর কখনও রাজনীতিতে আসব তাও ভাবি নি। নতুন সংসদ ভবন দেখে মুগ্ধ হলেন রচনা। এমন সম্মাননীয় একটা জায়গা, ৫০০-এর বেশি সাংসদের সঙ্গে সেখানে একসঙ্গে বসা, সেটাই বা কম কী।’

সবশেষে তিনি বলেন, অধিবেশ‌নের মাঝে বিরতি নিয়ে ‘দিদি নম্বর ওয়ান’র শুট করতে হয়তো অধিবেশনে কিছু অংশ আমার ‘মিস্’ ‌হবে, কিন্তু কিছু করার নেই। ‘দিদি নম্বর ওয়ান’-এর জন্যই তো আজ সংসদে আসতে পেরেছি।

এটিই বিশ্বের সবচেয়ে দামি সবজি, ১ কেজির দামে কেনা যাবে ২ ভরি সোনা

এদিকে রাজনীতিতে আসার প্রথম দিন থেকেই স্বামী প্রবাল বসুর সঙ্গে সম্পর্কের সমীকরণ আরও মসৃন হয়েছে রচনার। রচনার নির্বাচনী প্রচার থেকে মনোনয়ন পেশ এমনকি নির্বাচনের ফলাফলের দিনেও স্ত্রী রচনার পাশে থাকতে দেখা গেছে প্রবালকে। তাই স্ত্রীর জীবনের বিশেষ দিনের সঙ্গী হতে ছেলে প্রনীলের সঙ্গে দিল্লী পৌঁছান প্রবাল। নতুন পথযাত্রায় পরিবারের সঙ্গ পেয়ে খুশি অভিনেত্রীও।