রডের দাম নিয়ে সুখবর

রড

জুমবাংলা ডেস্ক: রডের ভ্যাট ব্যবসায়ী পর্যায়ে কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভ্যাট কমলে সঙ্গত কারণে দামও কমবে রডের।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এ সময় রডের ভ্যাট কমানোর প্রস্তাব করেন তিনি।
রড
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এম.এস. প্রোডাক্টের ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট প্রতি টনে ৫০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে করভার কমানোর লক্ষ্যে এই প্রস্তাব পেশ করা হয়।

জাতীয় সংসদে আজ বিকেল তিনটায় ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে দুপুরে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা।

আগামী শনিবার খোলা থাকবে ব্যাংক