জুমবাংলা ডেস্ক : ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে রোগীদের হয়রানির অভিযোগে ১০ জনকে আটক করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. আলাউদ্দিন প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ফাহাদ (১৮), গোলাম কিবরিয়া শাহীন (২২), সুশান্ত নাথ (২২), জহির উদ্দিন (৩৫), আবদুল লতিফ (৩৫), মোয়াজ্জেম হোসেন নয়ন (৩৫), টুটন চন্দ্র মজুমদার (৩৫), মো. জাকির হোসেন (৩০), বিদ্যাস্বর বৈদ্য (৪৫) ও আবু সুফিয়ান (৩৩)। তারা ফেনীসহ অন্যান্য জেলার বাসিন্দা বলে জানা গেছে।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, “অভিযানের সময় ১০ জনকে আটক করা হয় এবং তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্তরা নিজের দোষ স্বীকার করেছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।